পাকিস্তানি ১৭ বছর বয়সি টিকটক তারকা সানা ইউসুফকে গুলি করে হত্যার ঘটনায় ২২ বছর বয়সি এক যুবককে গ্রেপ্তার করেছে ইসলামাবাদ পুলিশ।
মঙ্গলবার ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আলি নাসির রিজভী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ওই যুবকের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে সানাকে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার সেই যুবক এ ঘটনার আগে দীর্ঘ সময় ধরে সানার বাড়িরর সামনে ঘোরাঘুরি করছিলেন।
রিজভী বলেন, সানার কাছে একাধিকবার প্রত্যাখ্যাত হয়ে যুবকটি এমন ঘটনা ঘটিয়েছে। সে বারবার সানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল। এটি ছিল একটি ভয়ংকর ও ঠাণ্ডা মাথায় করা হত্যাকাণ্ড।
এর আগে সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে টিকটকার সানাকে নিজ বাসায় হত্যা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সানাকে তার বাড়ির ভেতরে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারী বাড়িতে ঢুকে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সানার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ৮ লাখেরও বেশি। তিনি লিপ-সিঙ্ক ভিডিও, ত্বকের যত্নবিষয়ক টিপস এবং সৌন্দর্য পণ্যের প্রমোশনাল কনটেন্ট পোস্ট করতেন। গত সপ্তাহেই ১৭ বছরে পা রেখেছিলেন সানা। হত্যার কয়েক ঘণ্টা আগেই তিনি নিজের জন্মদিন উপলক্ষে কেক কাটার একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেই ভিডিওতে জন্মদিনের শুভেচ্ছা জানানোর বদলে তার ভক্তরা এখন কমেন্ট করছেন ‘রেস্ট ইন পিস’, ‘জাস্টিস ফর সানা’।
পাকিস্তানের মানবাধিকার কমিশনের মতে, দেশটিতে নারীদের বিরুদ্ধে সহিংসতা ব্যাপক হারে বিদ্যমান এবং বিশেষ করে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর হামলার নজির আগেও রয়েছে। সূত্র: এপি।
You must be logged in to post a comment.