প্রায় সাত হাজার কর্মী ছাঁটাইয়ের করবে ডিজনি, যা মোট কর্মীর প্রায় ৩ শতাংশ। ডিজনির প্রধান নির্বাহী বব ইগার বিষয়টি জানিয়েছেন।
কর্মী সংখ্যা কমিয়ে খরচ বাঁচানোর পথে হাঁটতে চাইছে ডিজনি। প্রতিষ্ঠানটির হিসেব অনুযায়ী ৩ শতাংশ কর্মী ছাটাই করলে ৫.৫ বিলিয়ন ডলার খরচ বেঁচে যাবে ডিজনির।
৫.৫ মিলিয়নের মাঝে ২.৫ হলো ‘নন কনটেন্ট’ খরচ। এর মাঝে ৩০ শতাংশ শ্রমিক খরচ, ২০ শতাংশ টেকনোলোজি এবং অন্যান্য খরচ। অ্যানালিস্টদের মতে, ২০২৪ এর শেষে এই সিদ্ধান্তের প্রতিফলন দেখা যাবে।
ইগার জানান, অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে এই প্রতিষ্ঠানে কাজ করা প্রতিটি কর্মীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু বিশ্ব প্রতিযোগিতা এবং খরচ দুটোই আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে।’
২০২২ সালে ডিজনি প্লাসের সাবস্কাইবার ২.৪ মিলিয়ন কমে যায়। ফলে ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানটি। সূত্র: বিবিসি
You must be logged in to post a comment.