আন্তর্জাতিক টি২০ ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। দেশের জার্সি গায়ে আর কখনো টি২০ ম্যাচ খেলতে দেখা যাবে না তাকে। এছাড়া দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ খেলে লাল বলের ক্রিকেটকেও বিদায় জানাবেন তিনি। বিশ্বসেরা এ অলরাউন্ডারের এমন ঘোষণার পর সামাজিকমাধ্যমে ক্রিকেটপ্রেমীরা সাকিব আল হাসানকে নিয়ে নিজেদের ব্যক্তিগত মতামত প্রকাশ করছেন। চিত্রনায়িকা জাহারা মিতুও আছেন এই দলে।
সাকিবের অবসরের খবরে বৃহস্পতিবার নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাহারা মিতু। তিনি লেখেন, ‘সাকিব আল হাসান, ক্রিকেট যদি হয় বিনোদনের মাধ্যম তবে আপনি সেখানকার বস’।
একই সঙ্গে আক্ষেপ করে নিজের পোস্টের মন্তব্যের ঘরে এই নায়িকা আরও লেখেন, বাংলাদেশের কোনো ক্রিকেটারের শেষটা আজ পর্যন্ত সুন্দর ও উপযুক্ত সম্মানের সাথে হলো না।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। গেল ৫ আগস্ট হাসিনার পতনের পর থেকে সময়টা স্বস্তির ছিল না। তার নামে দেওয়া হয় হত্যা মামলাও।
You must be logged in to post a comment.