মার্কিন ঐতিহাসিক ম্যাগাজিন ‘রোলিং স্টোন’-এর সর্বকালের সেরা ২০০ গায়কের তালিকায় জায়গা করে নিয়েছেনে উপমহাদেশের প্রখ্যাত শিল্পী, প্রয়াত গায়িকা লতা মঙ্গেশকর। তালিকার ৮৪তম স্থানে রয়েছেন এই সুর সম্রাজ্ঞী। তালিকায় রয়েছেন প্রয়াত পাকিস্তানি গায়ক নুসরাত ফতেহ আলী খানও। দক্ষিণ কোরিয়ার গায়ক-গীতিকার লি জি-উন (আইইউ) ও বিটিএসের সর্বকনিষ্ঠ গায়ক জাংকুকও তালিকায় রয়েছেন।
রোলিং স্টোনের করা ২০০ জনের এই তালিকায় প্রথম ২০-এ আছেন যারা:
অ্যারেথা ফ্রাঙ্কলিন, হোয়াইটনি হস্টন, স্যাম কুকি, বিলি হলিডে, মারিয়া ক্যারে, রে চার্লস, স্টিভ ওয়ান্ডার, বিয়ন্সে, ওটিস রেডিং, আল গ্রিন, লিটল রিচার্ড, জন লেনন, প্যাটসি ক্লাইন, ফ্রেডি মার্কারি, বব ডিলান, প্রিন্স, এলভিস প্রিসলি, সেলিয়া ক্রুজ, ফ্রাঙ্ক সিনাত্রা ও মারভিন গায়।
এছাড়া বিখ্যাত শিল্পীদের মধ্যে আরও যারা তালিকায় জায়গা পেয়েছেন: অ্যাডেলে (২২), ডেভিড বোউই (৩২), আরিয়ানা গ্রান্দে (৪৩), লেডি গাগা (৫৮), রিয়ানা (৬৮), মাইকেল জ্যাকসন (৮৬), বব মার্লী (৯৮), এল্টন জন (১০০), টেইলর সুইফট (১০২) ও বিলি আইলিশ (১৯৮)।
উল্লেখ্য, গেলো বছরের ৬ই ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মারা যান লতা মঙ্গেশকর। ১৯৪২ সাল থেকে পেশাদার সংগীতশিল্পী হিসেবে কাজ করেছিলেন। তাকে ভারতের ‘কুইন অব মেলোডি’, ‘নাইটিঙ্গেল অব ইন্ডিয়া’ ইত্যাদি উপাধি দেওয়া হয়েছে। ৩৬টি ভাষায় গান গেয়েছিলেন লতা। জিতেছেন ভারত ও আন্তর্জাতিক অঙ্গনের বহু পুরস্কার।
You must be logged in to post a comment.