গুরুতর অসুস্থ সোনাক্ষী সিনহা! সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত তিনি। আপাতত সোনাক্ষী নিজেকে ঘরবন্দী করে রেখেছেন অভিনেত্রী। রবিবার সোনাক্ষী নিজেই নিজের একটি ভিডিও ভাগ করেছেন, যেটি লেন্সবন্দি করেছেন তাঁর স্বামী জাহির ইকবাল। যেখানে অভিনেত্রীকে কাশতে কাশতে ভেপার নিতে দেখা যাচ্ছে। আর সামনে রাখা টেবিলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওষুধ। এই পরিস্থিতিতে তাঁকে ভিডিও করা হলে স্বামীর উপর বেশ বিরক্ত হন সোনাক্ষী।
এদিকে জ্বর-সর্দি না কমায়, চিকিৎসকের পরামর্শে কোভিড-১৯ পরীক্ষা করান তিনি। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ভাগ করেন সোনাক্ষী ৷ সেখানে আনন্দের সঙ্গে জানান, তাঁর কোভিড ১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে ৷ যেভাবে ফের কোভিড ১৯ থাবা বসিয়েছে, তাতে ভয় পাওয়ারই কথা। সোনাক্ষীর জন্য চিন্তিত ছিলেন অনুরাগীরাও। তবে এখন রিপোর্ট জানার পর চিন্তামুক্ত তাঁরাও।
প্রসঙ্গত, সোনাক্ষীকে আগামীতে দেখা যাবে ‘নিকিতা রায়’ নামে একটি সিরিজের মুখ্য ভূমিকায়৷ সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিরিজের পরিচালনা করছেন সোনার ভাই কুশ সিনহা। সোনাক্ষীর সঙ্গে এই সিরিজ জুড়ে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়াল, অর্জুন রামপাল ও সুহেল নাইয়ারকে৷
You must be logged in to post a comment.