সাইবার হামলার শিকার নিউজ ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেল বর্তমানে নিরাপদ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সময় টিভির সম্প্রচার বিভাগের প্রধান সালাউদ্দিন সেলিম।
রবিবার (১৬ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, ‘আজ ১২:৩০ মিনিটে সময় টিভি’র ইউটিউব চ্যানেল হঠাৎ করে হ্যাকারদের কবলে পড়ে। সময় টিম টের পাওয়ার ১০ মিনিটের মধ্যে হ্যাকারদের নিয়ন্ত্রণমুক্ত করে পুনরায় সময় এর নিয়ন্ত্রণে নেওয়া হয়।
সময় টিভি’র ইউটিউব চ্যানেল বিপদমুক্ত তবে হ্যাকারদের দেওয়া নাম ‘Ethereum 2.0’ রয়ে গেছে কারণ ইউটিউব সাপোর্ট টিম থেকে বিস্তারিত তদন্তের জন্য চ্যানেলের কোন প্রকার পরিবর্তন না করার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য যে, একই সাথে সময় টিভি’র নিউজ পোর্টাল somoynews .tv তেও হ্যাকাররা অ্যাটাক করে এবং সাথে সাথে তা হ্যাকারদের নিয়ন্ত্রণমুক্ত করা হয়।’
You must be logged in to post a comment.