পর্দায় হোক বা ব্যক্তিজীবনে, তাঁকে ছকে বাঁধা কারও সাধ্য নয়। যা প্রাণ চায় তা-ই করেন হলিউড অভিনেত্রী হ্যালি বেরি। ‘অসম্ভব’ বলেই কিছুই যে নেই তাঁর অভিধানে। নিজের বাড়ির ঝুলবারান্দায় নগ্ন হয়ে দাঁড়িয়ে ওয়াইনে চুমুক দেওয়াও তাঁর পক্ষে অনায়াস কাজ।
সে ভাবেই সম্প্রতি দেখা দিলেন ‘ক্যাটওম্যান’-এর জনপ্রিয় নায়িকা। গাছগাছালি ঘেরা বাগানবাড়িতে রেলিং দেওয়া বারান্দায় সম্পূর্ণ অনাবৃত অবস্থায় দেখা গেল হ্যালিকে। পায়ের কাছে রাখা টবের গাছ কিছুটা আড়াল করেছিল তাঁর ঊরুর খাঁজ। কনুই ভর করে ছিলেন রেলিংয়ে। বাহুতে আড়াল করা স্তনদ্বয়। ৫৬ বছরেও যৌবন ফেটে পড়ছে তাঁর। চুমুক দিচ্ছেন দেশি সুরায়। সব মিলিয়ে উপভোগ্য সপ্তাহান্তের এক দৃশ্যে নিজেকে ফের সংজ্ঞায়িত করতে চাইলেন নায়িকা।
ইনস্টাগ্রামে ছবিটি ভাগ করে কোটি অনুরাগীর হৃদয়ে তুফান তুলেছেন। সেই সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “আমি যা চাই, তা-ই করি।” পাশে এঁকে দিয়েছেন চুম্বনও। সে ছবি নিমেষে ভাইরাল নেটদুনিয়ায়। যেন এক লহমায় গোটা বিশ্বে দাবানল লাগিয়ে দিতে পারেন হ্যালি। হতে পারেন ধুমকেতুও। যদিও দর্শকের হৃদয়ে তাঁর উপস্থিতি চিরকালীন।
মন্তব্য ভেসে এল, “ঠিক যেন কোনও রোম্যান্টিক নভেলের প্রচ্ছদ! এক নারী তাঁর নিজেরই প্রেমে ডুবে রয়েছেন।” এক জন লিখলেন, “দেখে ভাল লাগল যে তুমি নিজেকে নিয়ে আছ।” আবার কেউ লিখলেন, “এই জন্যই হ্যালিকে এত ভাল লাগে।”
গত মাসেও একটি অনাবৃত ছবি পোস্ট করেছিলেন হ্যালি। সদ্যস্নাত শরীরে ছড়িয়ে দিয়েছিলেন একরাশ উষ্ণতা। আয়নার কাচ বাষ্প হয়ে উঠেছিল, প্রতিবিম্বিত হয়েছিল হ্যালির হাসিমুখের নিজস্বী। তার পর আবার তাঁর আত্মযাপনের ছবি মন ছুঁয়ে গেল অনুরাগীদের।
https://www.instagram.com/p/Cqyh2CYrZq6/?utm_source=ig_embed&ig_rid=77f5d578-27ed-4f1b-a131-d0c8ad37da01
You must be logged in to post a comment.