বিনোদন ডেস্ক: সম্পর্কের টানাপোড়েন নিয়ে মুখ খুললেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি দ্য গ্লোবাল স্টার সংবাদমাধ্যমে দাম্পত্য সমীকরণ নিয়ে সাক্ষাৎকার দেন তিনি।
দীপিকা বলেন, এই প্রজন্মের মধ্যে ধৈর্য খুবই কম। সম্পর্ক টিকিয়ে রাখতে একাধিক বিষয় মাথায় রাখতে হয়। ধৈর্য বজায় রাখাই সংসারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওই সাক্ষাৎকারে রণবীর প্রসঙ্গে দীপিকা বলেন, ‘ওর সঙ্গে থাকলে আমি আমার যাবতীয় হীনম্মন্যতা, দুর্বলতা, দুঃখ ভাগ করে নিতে পারি। দীপিকার মন্তব্যে ভক্তরা বুঝতে পেরেছে এ তারকা জুটির সংসার এখনও অটুট রয়েছে। সংসারে বিচ্ছেদের সুর না থাকায় বেশ খুশিও হয়েছেন রণবীর-দীপিকার অনুরাগীরা।
উল্লেখ্য, ভুটানে সফরে দীপিকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও, দেখা যায়নি রণবীরকে। কিন্তু দীপিকা ওই সাক্ষাৎকারে বলেন, রণবীর তাঁর সঙ্গেই ছিলেন।
You must be logged in to post a comment.