‘পরাণ’ সিনেমার মধ্য দিয়ে বিদ্যা সিনহা মিমের বৃহস্পতি এখন তুঙ্গে। ঈদের দিন মুক্তি পাওয়া এই সিনেমাটি এখন যাচ্ছে হাউজফুল। সিনেমার ব্যস্ততা কাটিয়ে এখন কিছুটা অবসরে আছেন এই নায়িকা।
মঙ্গলবার (১৬ আগস্ট) নিজের অফিসিয়াল ফেসবুকে একটি ছবি শেয়ার করেন বিদ্যা সিনহা মিম। ছবিতে দেখা যায় সমুদ্রের তীরে পিঙ্ক কালারের পোশাকে বসে আছেন এই অভিনেত্রী। সেই সাথে ভক্তদের ‘শুভ সকাল’ জানান তিনি। তবে ছবিটা কবে এবং কোথায় তোলা সে ব্যাপারে কিছু জানা যায়নি।
মীম লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় প্রথম-স্থান লাভ করেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ মাধ্যমে তার চলচিত্রে অভিষেক হয়।
You must be logged in to post a comment.