বসন্ত এসে গেছে… গানটি অবশ্যই আজ (১ ফাল্গুন) গাইতে পারেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ভালোবাসা আর বসন্তের দিনে বিয়ে করেছেন তিনি। পাত্র সৈয়দ রিফাত নাওঈদ হোসেন চট্টগ্রামের ছেলে। পড়াশুনা করেছেন দেশের বাইরে। এখন একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে কাজ করছেন।
জানা যায়, ১৩ ফেব্রুয়ারি কক্সবাজার বিচেই স্পর্শিয়ার গায়েহলুদ অনুষ্ঠান হয়। বুধবার ইনানি বিচে হয়েছে আকদ। এসময় উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যসহ স্পর্শিয়ার সহকর্মীরা।
পাত্র প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। নাওঈদকে আমার আম্মুর খুব পছ্ন্দ হয়েছে। তাছাড়াও কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই আমি রাজি হয়েছি। সেও হয়তো আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে।’
জানা যায়, এক বন্ধুর মাধ্যমে রিফাতের সঙ্গে পরিচয় হয় অভিনেত্রীর। সেখান থেকেই দুজনের বন্ধুত্ব ও মন দেওয়া নেওয়া।
You must be logged in to post a comment.