শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

সমুদ্রসৈকতে উদ্দাম নাচ নোরা ফতেহির

ফোরাম প্রতিবেদক / ২১৭ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ১৫, ২০২২
সমুদ্রসৈকতে উদ্দাম নাচ নোরা ফতেহির
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

নোরা মানেই যে শরীরী ভাষা প্রয়োগ করে নাচ, তা এই নতুন ভিডিওর মাধ্যমে আরও এক বার প্রমাণ করেছেন নোরা। পরনে গোলাপি বিকিনি এবং কোমরের একটু নীচে পর্যন্ত ছোট একটি জিনস্‌। আর তা পরেই সমুদ্রসৈকতে নেচে সমাজমাধ্যমে ঝড় তুললেন অভিনেত্রী নোরা ফতেহি।

টাকা ফেরত না দেওয়ায় নোরা ফাতেহিকে আইনি নোটিশ

নতুন এই ভিডিওটি নোরা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। ভিডিওটি থাইল্যান্ডের একটি সমুদ্রসৈকতে শ্যুট করা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুই পুরুষ সঙ্গীকে সঙ্গে নিয়ে সমুদ্রসৈকতেই উদ্দাম নাচে মেতেছেন অভিনেত্রী। সমুদ্রের দিক থেকে আসা হাওয়াতে চুল উড়ে যাতে নাচে ব্যাঘাত না ঘটে, সেই কারণে চুলও বেঁধে নিয়েছেন তিনি।

কেজিফকে হার মানিয়ে সেরা ভারতীয় ছবি ‘কানতারা’

সমুদ্র সৈকতের পাশাপাশি রিসর্টের সুইমিং পুলের কাছেও একটি গানে কোমর দোলাতে দেখা গিয়েছে নোরাকে। সেই নাচের ভিডিওতেও লাস্যময়ী রূপে দেখা গিয়েছে তাঁকে।

নোরার নৃত্যকৌশল নিয়ে প্রশ্ন তোলেন ভূ-ভারতে এমন মানুষের খোঁজ পাওয়া বিরল। সঙ্গীতের তালে নোরার শরীর যেন স্বর্গের রূপসীদের মতো দুলে ওঠে। নাচের সময় তাঁর শরীরী ভাষায় মুগ্ধ অসমুদ্রহিমাচল। তাঁর নতুন কোনও নাচের ভিডিয়ো মুক্তি পাওয়ার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করেন অনুরাগীরা।

১৮ নভেম্বর ঢাকা মাতাতে আসছেন নোরা ফাতেহি

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

 

https://www.instagram.com/p/CQvsOkmpAxp/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান