মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন

সমুদ্রপাড়ে ‘রকস্টার’ তৌসিফ, নায়িকা কে?

বিনোদন প্রতিবেদক / ৫১ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ১৯, ২০২৪
সমুদ্রপাড়ে ‘রকস্টার’ তৌসিফ, নায়িকা কে?
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

দীর্ঘ ১১ বছরের অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রেই দেখা গেছে জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকে। এবার তিনি পর্দায় আসছেন রকস্টার হিসেবে! নির্মাতা মহিদুল মহিম পরিচালিত ‘দ্বিধা’ নামের একটি নাটকে এমন রূপেই তাঁকে দেখা যাবে।

ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে নাটকটির ১ মিনিট ৪৯ সেকেন্ড দৈর্ঘ্যের একটি টিজার। যেখানে তৌসিফ মাহবুব রয়েছেন ‘আসিফ’ চরিত্রে। পর্দায় তিনি পেশাদার গায়ক। এলোমেলো চুল, হাতে গিটার। মঞ্চে ওঠা মাত্রই উন্মাদনায় ভাসলেন ভক্তরা!

জানা যায়, কক্সবাজারে সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে। সমুদ্রপাড়ে বানানো হয়েছিল কনসার্টের মঞ্চ, যেখানে গান পরিবেশন করেন তৌসিফ।

তবে এ নাটকে তৌসিফের সঙ্গে কোনো অভিনেত্রী জুটি বেঁধেছেন কিনা, টিজার দেখে সেটা বোঝার উপার নেই। কিন্তু সংগীতশিল্পী তপন চৌধুরী তো গানে গানে বলেছেন, ‘জীবনের গল্প একটাই/ সে গল্পে নায়িকা থাকে একজন।’ এই দ্বিধা নাটকেও অভিনেতার বিপরীতে একজন রয়েছেন! তিনি কেয়া পায়েল। নাটকটিতে তৌসিফের বিপরীতে এই অভিনেত্রীকে দেখা যাবে।

নাটকটি প্রসঙ্গে তৌসিফের ভাষ্য, “আমি ‘রকস্টার’ ও ‘আশিকি ২’ ছবি দুটি কয়েকবার দেখেছি। আসলে একজন রকস্টার কীভাবে হাঁটে, চলে, কথা বলে—এটা তো আমাদের দেশের বাস্তবতায় সাত দিন অনুসরণ করা সম্ভব নয়। তিনি আমাকে সেই সময়ও দেবেন না। তাই আমার কাছে মনে হয়েছে, ফিল্ম থেকে ধারণা নিতে পারি। আমার নিজেরও একটু ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল।”

প্রসঙ্গত, অভিনয়ে তারকাখ্যাতি পাওয়া আগে গানের সঙ্গেও যুক্ত ছিলেন তৌসিফ। ২০০৯ সাল থেকে ‘দ্য ম্যানেজার’ নামের একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত তিনি। এ প্রসঙ্গে অভিনেতা বললেন, ‘‘কলেজজীবনে টিউশনি করতাম। টিউশনি করে টাকা জমিয়ে গিটার কিনেছিলাম। লুকিয়ে লুকিয়ে গিটার ক্লাস করেছি। বিশ্ববিদ্যালয়জীবনে ব্যান্ডে যোগ দিই। আমার প্রিয় দুটি ব্যান্ড ‘আর্টসেল’ ও ‘ওয়ারফেজ’। এই দুটি ব্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে ব্যান্ড মিউজিক শুরু করি। আর্টসেলের কয়েকজন সদস্যের সঙ্গে এখন কথা হয়, আমার তো বিশ্বাস হয় না। তাঁরাও বিশ্বাস করতে চায় না, আমি তাঁদের এত বড় ফ্যান। আমার সংগীতের পথচলায় তাঁদের অনুপ্রেরণা কতখানি। আমিও সারা বাংলাদেশে স্টেজ শো করেছি। কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন গেট টুগেদার—শো করেছি।’’

ইতিমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। চলছে সম্পাদনার শেষ মুহূর্তের কাজ। চলতি মাস নভেম্বরেই নাটকটি সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান