শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

সব সময় শিল্পীদের পাশে ছিলাম, আছি : ডিপজল

ফোরাম প্রতিবেদক / ৭৯ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২৮, ২০২২
সব সময় শিল্পীদের পাশে ছিলাম, আছি : ডিপজল
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায়। এতে দ্বন্দ্ব-বিরোধ ভুলে যোগ দিয়েছিলেন মিশা-জায়েদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে জয়লাভ করা মনোয়ার হোসেন ডিপজল ও রুবেলসহ অন্যরা। এর মাধ্যমে নির্বাচন ও নেতৃত্ব ঘিরে গেল ৯ মাস ধরে দ্বন্দ্ব-বিরোধের অবসান হলো।

এদিকে, কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন চিত্রনায়িকা মৌসুমী ও অভিনেতা আলীরাজ।

সভা শেষে গণমাধ্যমকে ডিপজল বলেন, ‘আমি শিল্পী সমিতি-টমিতি বুঝি না। আমি সব সময় শিল্পীদের পাশে ছিলাম, এখনও আছি। আমি শুধু জানি চলচ্চিত্র ও শিল্পীদের স্বার্থে আমাদের একসঙ্গে মিলেমিশে থাকতে হবে। আমি আগেও সমিতির মধ্যে বিভাজন ও দ্বন্দ্ব চাইনি, এখনও চাই না। এগুলো আমি পছন্দও করি না।’

ডিপজল বলেন, ‘দুই বছরের মেয়াদের কমিটির দ্বন্দ্ব করতে করতে ইতোমধ্যে এক বছর চলে গেল। দ্বন্দ্ব করে কী লাভ হলো। তার চেয়ে যে এক বছর আছে, সবাই মিলে শিল্পীদের জন্য কী কী ভালো করা যায়, সেটা ভাবি। তা নিয়ে কাজ করি।’

গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ দুটি প্যানেল। নির্বাচনের পর সাধারণ সম্পাদক পদটি নিয়ে শুরু হয় নানা জটিলতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান