১৮৮৮ সালে প্রতিষ্ঠার পর পেরিয়ে গেছে ১৩৫ বছর। দীর্ঘ এ যাত্রায় পাঠক পেয়েছে বিজ্ঞান ও প্রকৃতি নিয়ে নান্দনিক প্রবন্ধ, নিবন্ধ আর চমৎকার সব ছবি। কিন্তু এবার এগিয়ে যাওয়ার পথে বড় বাধা এল ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনে। নিজস্ব সব লেখককে ছাঁটাই করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
হুমকির মুখে থাকা প্রাণীদের নিয়ে কত শত নিবন্ধ প্রকাশ করেছে ন্যাশনাল জিওগ্রাফিক। এবার নিজেরাও সেই হুমকিতে থাকা প্রাণীদের মতো বিলীনের পথে। এমনটাই বলছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।
২০১৫ সালে মালিকানা বদলের পর মোট চারবার কর্মী ছাঁটাই করেছে ন্যাশনাল জিওগ্রাফিক। আর গত ৯ মাসে দুইবার। শেষ ধাপে বুধবার (২৮ জুন) বাকি থাকা ১৯ জন লেখক ছাঁটাই হয়েছেন। ওয়াল্ট ডিজনির এ প্রতিষ্ঠানটি গত এপ্রিলেই কর্মীদের এ ব্যাপারে জানিয়েছিল।
শুধু লেখক ছাঁটাই নয়, আরও কয়েকটি বড় সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ম্যাগাজিনের ছোট অডিও বিভাগও বন্ধ থাকবে। দারুণ সব ছবি পাওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যে চুক্তি করা হয়েছিল, সব চুক্তি থেকে বেরিয়ে এসেছে তারা।
ন্যাশনাল জিওগ্রাফিকের পাঠকেরা এখন থেকে একটা জিনিস খুব মিস করবেন। উজ্জ্বল হলদে রঙের বর্ডারযুক্ত প্রিন্ট ফরম্যাটের ম্যাগাজিন আর প্রকাশ করা হবে না। আগামী বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
You must be logged in to post a comment.