আকস্মিক বন্যায় বিপর্যস্ত দেশের প্রায় ১১টি জেলার অর্ধ কোটি মানুষ। বন্যার্তদের সহায়তায় দেশবাসী যেভাবে এগিয়ে আসছেন, এটাকে মানবিকতার অনন্য দৃষ্টান্ত বলছেন অনেকে। সাধারণ মানুষের পাশাপাশি নানা সহায়তায় এগিয়ে আসছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।
কেউ বন্যার্তদের ত্রাণ সহায়তায় সামিল হচ্ছেন, আবার কেউ নিজ উদ্যোগে বন্যাদুর্গত এলাকায় চলে গেছেন। ত্রাণ সহায়তার পাশাপাশি জলবন্দি মানুষকে উদ্ধারেও কাজ করছেন। বন্যাদুর্গত এলাকা এবং বন্যার্তদের সেবায় নানা সচেতনতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করছেন কেউ কেউ৷ অভিনেত্রী ভাবনাকেও দেখা গেছে সক্রিয় ভূমিকা রাখতে।
এরইমধ্যে তিনি জানান দিয়েছেন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর। হিমু আকরামের পরিচালনায় ছবির নাম ‘আলতাবানু জোছনা দেখেনি’! ছবিতে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার স্বস্তিকা মুখার্জী ও ঢাকার শরিফুল রাজ। স্বভাবতই ভাবনার চুক্তিবদ্ধ হওয়াটাও হয়েছে সংবাদ!
আর তাতেই যেনো হলো বিপত্তি! দেশের এমন পরিস্থিতিতে সিনেমার সংবাদ কেন, এ নিয়ে নেটিজেনদের একাংশ ঝাঁপিয়ে পড়েন ভাবনার শেয়ার করা সংবাদের মন্তব্যের ঘরে! কটাক্ষ করেন ভাবনার কাণ্ডজ্ঞানের! তবে এসব গায়ে মাখছেন না অভিনেত্রী৷ পেশাদারী আচরণ বজায় রেখে দিয়েছেন মোক্ষম জবাব।
নতুন ছবির ঘোষণা প্রসঙ্গে শনিবার ভাবনা তার ফেসবুকে লিখেন,”যদিও আমি জানি এই সময়ে কেউ আমি কি সিনেমা করতে যাচ্ছি সেটার জানার জন্যে ইচ্ছুক না। তবে আর দশটা মানুষের মত এটাও আমার কাজ। আমার বোন তার অফিসে যাচ্ছে প্রতিদিন, যে ডাক্তার তিনি তার সেবা দিচ্ছেন, সবাই কিন্তু সবার কাজে যাচ্ছেন। তবে যেহেতু আমরা মিডিয়াতে কাজ করি, সবার কাছে আমি নায়িকা, আমাদের কাজকে সবাই কাজই মনে করেন না। মনে করেন এটা একটা ফান করার জায়গা।”
দেশের বন্যা পরিস্থিতির বিষয়টি মাথায় রেখে অভিনেত্রী বলেন,”আমি কত টাকা কোথায় দিচ্ছি সেটা আমি ফেসবুকে এসে বলতে ইচ্ছুক নই। আমি কীভাবে কাকে সাহায্য করবো এই বন্যায় সেটাও বলতে চাই না। এটা আমার চয়েস। সব কিছু সোশাল মিডিয়ায় জন্যে না আমার কাছে, সব কিছু দেখানোর জন্যে না। তবে আমি যে কাজটা করি, অভিনয় এটা আমার পেশা, এবং আমার দর্শক আমার কাছে গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আমি কি কাজ করছি সেটা আমার দর্শকের কাছে জানাতে হবে। এটা আমার কাজের একটা অংশ।”
বিষয়টি নিয়ে অভিনেত্রী আরো বলেন,”আজ বিভিন্ন পত্রিকায় বন্যার নিউজের সাথে সাথে সব ধরনের নিউজ হয়েছে। বিনোদন পাতা কিন্তু খালি যাবে না। কথাগুলো গুছিয়ে লিখতে পারলাম না। তবে যেটা বলতে চেয়েছি আমাদের কাজটাও আপনাদের কাজের মতই। যেমন আপনি আপনার কর্মস্থলে যান প্রতিদিন, আমারও অভিনেতা হিসেবে প্রতিদিন অনেক কাজ থাকে। আমি আপনাকে ডাক্তার হিসেবে, ব্যাবসায়ী হিসেবে, পুলিশ হিসেবে, সব কিছু হিসেবে সম্মান করি আপনিও আমাকে অভিনেতা হিসেবে সম্মান করুন।”
সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং করবেন বলে জানান হিমু আকরাম। তার কথা, দেশের তিনটি অঞ্চলে শুটিং করবো। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স অথবা অ্যামাজন প্রাইমে মুক্তি টার্গেট করে বানাতে যাচ্ছি।
You must be logged in to post a comment.