সাবস্ক্রাইবারের এভারেস্টের চূড়ায় মার্কিন ইউটিউবার জিমি ডোনাল্ডসন, যিনি মিস্টার বিস্ট নামে বিশ্বব্যাপী পরিচিত। প্রতিদ্বন্দ্বী মিউজিক কোম্পানি টি-সিরিজকে টপকে শীর্ষ স্থানে আসীন হয়েছেন সম্প্রতি।
নিজের এই সফলতার কথা এক্সে জানিয়েছেন বিস্ট। লিখেছেন, সুইডিশ ইউটিউবার পিউডিপাইয়ের হয়ে প্রতিশোধ নিয়েছেন তিনি। এর আগে অনেক দিন সুইডিশ এই ইউটিউবার সাবস্ক্রাইবারের দিক থেকে শীর্ষে ছিলেন।
পিউডিপাই গেমিং কনটেন্ট পোস্ট করতেন। তার চ্যানেলটি ২০১৭ সালে টি-সিরিজকে ছাড়িয়ে যায়। কিন্তু নাৎসি সংযোগের কথা বলে ডিজনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এরপর ভিডিও প্রকাশে অনিয়মিত হয়ে পড়েন তিনি। মিস্টার বিস্ট অবশ্য তাকে সমর্থন করে আসছেন।
বর্তমানে মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার সংখ্যা ২৬ কোটি ৯০ লাখের বেশি। প্রতি মুহূর্তে এই সংখ্যা বাড়ছে। অন্যদিকে টি-সিরিজের প্রায় ২৬ কোটি ৬৬ লাখ। এ মাইলফলক অর্জনে মিস্টার বিস্টকে অভিনন্দন জানিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
জিমি ডোনাল্ডসনের বয়স মাত্র ২৬ বছর। ২০১২ সাল থেকে ভিডিও বানানো শুরু করেন তিনি। তখন তার বয়স মাত্র ১৩ বছর। এখন পর্যন্ত ৭৯৮টি ভিডিও প্রকাশ করেছেন, যার প্রতিটি দর্শকের কাছে সমান জনপ্রিয়।
মিস্টার বিস্ট সাধারণত জনহিতকর ভিডিও বানিয়ে থাকেন। সব বয়সের দর্শক রয়েছে তার। তবে শিশু-কিশোরদের মাঝে তুমুল জনপ্রিয় তিনি।
মিস্টার বিস্টের কনটেন্টগুলো কেবল ইংরেজি ভাষাতেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ভাষায় ডাবিং করা হয়। সেগুলো প্রকাশের সাথে সাথেই কোটি কোটি ভিউ পায়।
You must be logged in to post a comment.