কোলের সন্তানের বয়সটা ছিল মাত্র ৩২ সপ্তাহ। তখনই হারিয়ে ফেলেন বুকের ধনকে। সন্তান হারানোর সে ব্যথায় এখনো পুড়ছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি।
গর্ভাবস্থার মাত্র ৩২ সপ্তাহে জন্ম হয়ে যায় তার দ্বিতীয় জমজ সন্তানের। ২০১৭ সালে জন্ম হয়েছিল এক ছেলে ও মেয়ের। কিন্তু বাঁচানো যায়নি ছেলেকে। তাকে হারিয়ে লম্বা সময় দুঃখে কাতর ছিলেন সেলিনা। বুধবার (১৯ জুলাই) ইনস্টাগ্রামের এক পোস্ট দিয়ে মনের সে কথা তুলে ধরেছেন। পোস্ট করেছেন কয়েকটি ছবি। মূল ছবিতে সেলিনা ধরে জড়িয়ে আছেন নবজাতককে। পাশে বসে সেলিনাকে ধরে আছেন স্বামী পিটার হাগ। পরের ছবিটি হাসপাতালে এনআইসিইউ’র।
ইন্সটাগ্রামে সেলিনা লেখেন, ‘আমাদের জীবনের এই পর্বের সঙ্গে মানিয়ে নিতে আমার ৫ বছর লেগে গেছে। কিন্তু আমি অবশেষে সেই সময়ের কথা বলার মতো সাহস জোগাড় করতে পেরেছি। সত্যি বলতে, জন্ম এবং শিশু হারানোর আঘাত মোকাবিলা করা আমাদের জন্য সহজ ছিল না। কিন্তু আমরা চাই মা-বাবারা জানুক তাদের সঙ্গেও এমনটা হতে পারে। মনে রাখবেন, বেশিরভাগ প্রি-ম্যাচিউড বেবিই কিন্তু বেঁচে যায় এবং সম্পূর্ণ স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করে। এ জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা।’
You must be logged in to post a comment.