মা হয়েছেন ভারতের ছোটপর্দা ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। এটি তার দ্বিতীয় সন্তান। শুক্রবার (১১ নভেম্বর) দেবিনার স্বামী অভিনেতা গুরমিত চৌধুরি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ কথা জানিয়েছেন। তাতে তিনি লেখেন ‘ইট ইজ এ গার্ল। আমাদের ছোট্ট কন্যাকে পৃথিবীতে স্বাগত। আমরা আবার বাবা-মা হয়ে অত্যন্ত উচ্ছ্বসিত হয়েছি। আমাদের এবারের সন্তান নির্ধারিত সময়ের অনেক আগেই পৃথিবীতে এসেছে। আমাদের জন্য আশীর্বাদ করুন, ভালোবাসুন।’
উল্লেখ্য, গত আগস্ট মাসেই দ্বিতীয়বার মা হওয়ার খবর দেন দেবিনা। তার ঠিক মাস চারেক আগে তাদের প্রথম সন্তান, লিয়ানার জন্ম হয়। ২০২২ সালের ৩ এপ্রিল জন্ম নেয় লিয়ানা। এরপর ১৬ আগস্ট, মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে দেবিনা লেখেন, ‘কিছু সিদ্ধান্ত ঐশ্বরিকভাবে নির্ধারিত হয় এবং তা কোনোভাবেই বদলানো যায় না, এটাও তেমনই এক আশীর্বাদ। শীঘ্রই আসছে আমাদের পরিপূর্ণ করতে।’
You must be logged in to post a comment.