পুত্র সন্তানের পিতা-মাতা হয়েছেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। বুধবার (১০ আগস্ট) বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন তিনি।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে ছেলেকে প্রকাশ্যে আনেন পরী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেলের সঙ্গে তোলা ছবি পোস্ট করে পরী লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’
তবে ফেসবুকে শেয়ার করা ছবিতে ভক্তদের মন্তব্য করার কোন সুযোগ রাখেননি পরীমণি। শেয়ার করা ছবিতে মাত্র দুই ঘণ্টায় প্রায় দেড় লক্ষ লাইক এবং ২ হাজার শেয়ার হলেও কোন কমেন্টস নেই। মন্তব্য করার সুযোগ না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই নিজেদের মত করে নানারকম মন্তব্য করছেন। তবে কি কারণে ভক্তদের মন্তব্য করার সুযোগ রাখেননি সে বিষয়ে কিছু লিখেননি আলোচিত এই নায়িকা।
মনিরুল ইসলাম নামে একজন গণমাধ্যমকর্মী লিখেন, ‘বাচ্চা জন্মদান করে একজন মা ফেসবুকে আনন্দের পোস্ট দিলেও, কমেন্ট সেকশন বন্ধ রাখতে হয়।
আসলে এইটাই বাংলাদেশ।’
বুরহান উদ্দিন নামে আরেকজন লিখেছেন, ‘ভালো থাকুক পরীদের বাবু…. অনেক ঝড়ঝাপটার মধ্যে এতদিন সবচেয়ে নিরাপদ জায়গা মাতৃগর্ভে ছিলো পরীর সদ্যজাত ছেলে। অবশেষে সুস্থভাবে পৃথিবীর আলো দেখেছে বাচ্চাটা৷ মায়ের বুকে যেভাবে প্রশান্তিতে আছে পরীদের রাজপুত্র, এভাবেই আদরে বড় হোক। মায়ের উপরের ঝাড়াঝাপটা ওর উপর যেন কোনো প্রভাব না পড়ে সেই প্রত্যাশা থাকলো।’
লায়ন শাহিদি রিদোয়ান নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘Sariful Razz ও পরী মণি এর সদ্য জন্ম নেয়া পুত্র সন্তানের জন্য শুভ কামনা।’
ফেসবুকে অনেকের তির্যক মন্তব্যের সমালোচনা করে রেজা করিম নামে একজন লিখেছেন, ‘পরীমণির পোলারে নিয়া চিন্তা না কইরা ওই সময়টা নিজের পোলা-মাইয়ারে দেন…’
গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।
চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।
নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ঢালিউডের রোমান্টিক এই দম্পতি। সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করে ফেলেছেন। তারকা দম্পতির সন্তানের জন্য কেনা জিনিসপত্র দেখে নেটিজেনরা আগেই অনুমান করছেন, ছেলের মা হচ্ছেন পরী। অবশেষে তাই সত্যি হলো।
You must be logged in to post a comment.