ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। পর্দায় অন্যবদ্য অভিনয়ের জন্য দর্শকমহলে প্রশংসিত এই নায়িকা মানবিক কাজের জন্যও বেশ প্রশংসিত। বিভিন্ন সময় দেশের দুর্যোগে এগিয়ে আসতে দেখা গেছে তাকে।
কিছুদিন আগেই ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে দেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ওই সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, র্যাব ও পুলিশের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন বন্যার্তদের জন্য এগিয়ে এসেছিল। একইসঙ্গে ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছিলেন অনেকে।
এ তালিকায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে শোবিজ তারকারাও ছিলেন। তাদেরই একজন ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস। বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তার পর এবার নতুন করে আলোচনায় জায়গা করে নিলেন তিনি।
অন্য সবার মতোই সোশ্যাল মিডিয়া ফেসবুকে সক্রিয় অপু বিশ্বাস। মূলত একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরেই চর্চায় তিনি। বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে এ নায়িকা লেখেন, ‘সত্য হলো এমন একটি শক্তি যা কোনো অবস্থাতেই চিরস্থায়ীভাবে লুকিয়ে রাখা সম্ভব নয়। মিথ্যা যতই শক্তিশালী হোক, সত্যের জ্যোতি তাকে পরাজিত করে।’
এদিকে তার পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। তারা বিভিন্ন রিঅ্যাকশনে ভরিয়ে দিচ্ছেন পোস্টটি। তবে একাংশ আবার হঠাৎ করেই প্রিয় তারকার এ ধরনের পোস্টের কারণ খুঁজছেন। কেউ কেউ ধারণা করছেন, ব্যক্তিজীবনের কোনো রহস্যের ইঙ্গিত দিলেন নাকি অপু বিশ্বাস।
You must be logged in to post a comment.