বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনার কবলে তানজিন তিশা

বিনোদন প্রতিবেদক / ১২১ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২৩
সড়ক দুর্ঘটনার কবলে তানজিন তিশা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে একটি ড্রাম ট্রাক তার গাড়িকে ধাক্কা দেয়। তখন গাড়ির ভেতরে ছিলেন অভিনেত্রী। তবে কোনো হতাহতের শিকার হননি তানজিন তিশা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ফেসবুক ভেরিফায়েড পেজে দুর্ঘটনার শিকার গাড়িটির একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন এ অভিনেত্রী। ছবিতে দেখা যায়, ড্রাম ট্রাকের ধাক্কায় গাড়িটির সামনের দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিক কোথায় এবং কীভাবে এ দুর্ঘটনা হয়েছে, তা জানাননি তিনি।

এ অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘গত রাতটি ছিল আমার জন্য অবিস্মরণীয় এক রাত। সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম আমি। একটি ড্রাম ট্রাক আমার গাড়িটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় আমার গাড়ি। এ গাড়িটি আমার খুবই প্রিয়। কেননা, খুবই কষ্টার্জিত অর্থে গাড়িটি কিনেছি আমি। গাড়ির এ ক্ষতি মেনে নেয়া আমার পক্ষে সহজ নয়। তবুও আলহামদুলিল্লাহ।’

এরপরই শোবিজের এ তারকা নিজের শারীরিক অবস্থা জানিয়ে লেখেন, ‘আমি কিছুটা আঘাত পেয়েছি। তবে এখন ঠিক আছি। এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। এছাড়া যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন―তাদের সবাইকে ধন্যবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান