শুটিং শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের এক অভিনেত্রী। নিহত ওই অভিনেত্রীর নাম সুচন্দ্রা দাশগুপ্ত। গৌরী এলোসহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন এই অভিনেত্রী। খবর আনন্দবাজার পত্রিকার।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনলাইনে বাইক বুক করেছিলেন ওই অভিনেত্রী। বরানগরের মোড়ের কাছে সিগন্যালে ওই বাইকের সামনে একটি সাইকেল চলে আসে। বাইকের চালক ব্রেক কষেন। তাতে সুচন্দ্রা বাইক থেকে পড়ে যান। ওই সময়ই পেছন থেকে একটি ১০ চাকার ট্রাক তাকে পিষে দিয়ে চলে যায়। অভিনেত্রীর মাথায় হেলমেট ছিল। কিন্তু সেটি ভেঙে যায়।
ঘটনায় গুরুতর জখম হন সুচন্দ্রা। তাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।
You must be logged in to post a comment.