ভারতের বিনোদন জগতে ফের শোকের ছায়া। সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়াল খ্যাত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। মাত্র ৩২ বছরেই এই অভিনেত্রী।
তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালের প্রযোজক জেডি মাজেঠিয়া।
চণ্ডীগড়ের কাছে এই গাড়ি দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। পাহাড়ি রাস্তায় গাড়ি বাঁক নেওয়ার সময় খাদে পড়ে যায় গাড়িটি। একা নন, গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন বৈভবীর হবু বর।
বৈভবীর সহ-অভিনেতা ও সিরিয়ালের প্রযোজক জেডি মাজেঠিয়া টুইট করে খবরটি জানান। তিনি লেখেন, ‘‘আমি স্তম্ভিত খবরটা শুনে, সত্যি ভাল মনের মানুষ ছিলেন বৈভবী। যদিও নিজের যোগ্য জায়গা পাননি। প্রাণশক্তি ভরপুর একটা মানুষ, আমার কাছের একটা মানুষ। ও আমার স্মৃতিতে এখনও সারাভাইয়ের জ্যাসমিন হয়েই রয়েছে। জীবন যে ভীষণ অনিশ্চিত। ’’
বৈভবীকে ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালের সিজন টু-তে দেখা গিয়েছিল। এ ছাড়াও বহু হিন্দি সিরিয়ালে কাজ করেছেন তিনি। যার মধ্যে ‘আদালত’, ‘সিআইডি’, ‘ক্যায় কসুর হ্যায় আমলা কা’ অন্যতম। ২০২০ সালে ‘ছপাক’ ছবিতেও দীপিকা পাড়ুকোন ও বিক্রান্ত মাসির সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে।
মাত্র একদিন আগেই শোনা যায় অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের মৃত্যুর খবর। মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে অভিনেতার। এর মাঝেই আরও এক দুঃসংবাদ এলো বিনোদন জগতে।
You must be logged in to post a comment.