সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন

সঠিক উত্তর দিয়েও পেলেন না ৭ কোটি টাকা!

বিনোদন ডেস্ক / ২৭ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২৪
সঠিক উত্তর দিয়েও পেলেন না ৭ কোটি টাকা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

চলছে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতি। সিজন ১৬ তার প্রথম ক্রোড়পতিকে পেয়ে গেছে। তিনি হলেন, চান্দের প্রকাশ। তিনি এক কোটি রুপির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেও পারলেন না ৭ কোটির প্রশ্ন। খেলা থামিয়ে দেন উত্তর না দিয়েই।

দেখুন তো আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারেন কিনা! প্রশ্নটা ছিল এমন—‌‘১৫৮৭ সালে উত্তর আমেরিকায় ইংরেজ বাবা মায়ের সন্তান হিসেবে কার নাম নথিভুক্ত করা হয়েছিল?’

এক কোটি টাকা জেতার পর অমিতাভ বচ্চন চান্দের প্রকাশ অর্থাৎ এই সিজনের প্রথম কোটিপতিকে ৭ কোটি রুপির প্রশ্নটি করেন। চান্দের এই প্রশ্নের উত্তর জানতেন না। তাঁর সমস্ত লাইফ লাইনও শেষ হয়ে গিয়েছিল। তাই তিনি সিদ্ধান্ত নেন যে ওখানেই খেলা থামিয়ে দেবেন।

চান্দের জম্মু কাশ্মীরের বাসিন্দা। তাঁর বয়স মাত্র ২২। কিন্তু এই অল্প বয়সেই তিনি একাধিক শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করেছেন সার্জারিও হয়েছে তাঁর বেশ কিছু।

খেলা শেষ হওয়ার পর অমিতাভ বচ্চন তাঁকে তাঁর আন্দাজে উত্তরটা দিতে বলেন। চান্দের তখন জবাবে জানান ভার্জিনিয়া ডেয়ার। অর্থাৎ অপশন এ। আর সেটা একেবারেই সঠিক উত্তর ছিল। তিনি যদি সাহসে ভর করে উত্তর দিতেন তাহলে ৭ কোটি টাকা জিততে পারতেন।

কিন্তু ৭ কোটি রুপি অধরা থাকলেও তিনি ১ কোটি জিতেছেন এদিন। সঙ্গে একটি গাড়িও পেয়েছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান