বলিউডে ফের সম্পর্ক ভাঙনের খবর। তবে এবার কোনো অভিনেতা, অভিনেত্রীর জুটি নয়। বলিউডের জনপ্রিয় সঙ্গীত তারকা নেহা কক্করের বিচ্ছেদের গুঞ্জন চাউর হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, স্বামী রোহানপ্রীত সিংয়ের সাথে থাকছেন না নেহা কক্কর। এমনকি দুজন বিচ্ছেদের কথা ভাবছেন বলে গুঞ্জন উঠেছে।
বেশ কয়েকদিন ধরেই বি টাউনে শোনা যাচ্ছিল নেহা ও রোহানপ্রীতের অশান্তি শুরুর কথা। সম্প্রতি নেহার জন্মদিনে সেই খবরের যেন সত্যতা মিলল।
৬ জুন ৩৫তম জন্মদিন ছিল নেহার। এবারের জন্মদিনটা নিজের পরিবারের লোকজন ও বন্ধুবান্ধবের সঙ্গেই কাটালেন এই সঙ্গীত তারকা। তবে উপস্থিত ছিলেন না রোহানপ্রীত। এমনকি জন্মদিনে শুভেচ্ছাও জানাননি কোথাও। এর পর থেকেই রোহান-নেহার সম্পর্কের ভাঙনের খবর ছড়িয়ে পড়ে।
২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন নেহা। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময় ছবি শেয়ার করতেন দুজনেই। হিমাংশর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালে মানসিক অবসাদের শিকার হওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন নেহা। কিন্তু করোনা কালেই নিজের জীবনসঙ্গীকে খুঁজে পান এই তারকা। সে কথাও ভক্তদের জানাতে দ্বিধা করেননি।
একটি মিউজিক ভিডিও করতে গিয়ে রোহানপ্রীতের সঙ্গে প্রেম নেহার। অল্পদিনের প্রেমেই সারা জীবন একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিলেন। করোনার সময়েই দিল্লিতে বসেছিল বিয়ের আসর। খুব বেশি মানুষ নিমন্ত্রিত না হলেও আয়োজনে কমতি ছিল না। এবার সেই জীবন সঙ্গীকেই ছাড়তে চলেছেন নেহা। তবে জল্পনা নাকি সত্যি তা এখনও নিশ্চিত করেননি নেহা কিংবা রোহানপ্রীত কেউই।
You must be logged in to post a comment.