শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন

সংসার ভেঙেই যাচ্ছে ইন্দ্রনীল-বরখার

ফোরাম প্রতিবেদক / ৯৭ জন দেখেছেন
আপডেট : এপ্রিল ২৮, ২০২৩
সংসার ভেঙেই যাচ্ছে ইন্দ্রনীল-বরখার
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

দুই বছরের প্রেমের পর বিয়ে। ১৫ বছর পর সেই সংসারে ভাঙনের সুর। টলিউড তারকা ইন্দ্রনীল সেনগুপ্ত এবং বরখা সেনগুপ্তের সংসার ভেঙেই যাচ্ছে। তাদের সংসারে এক কন্যা সন্তান রয়েছে।

ভারতীয় এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বরখা জানান, স্বামী ইন্দ্রনীলের সঙ্গে তার খুব শিগগিরই ডিভোর্স হতে চলেছে। এই বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া তার জীবনের অন্যতম কঠিন কাজ ছিল বলেও জানিয়েছেন অভিনেত্রী।

জানা গেছে, বিগত কয়েক বছর ধরেই আলাদা থাকছেন এই তারকা দম্পতি। নিজেদের ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে এসে বর্তমানে ইন্দ্রনীল থাকছেন নিজের পরিবারের সঙ্গে। অন্যদিকে বরখা নিজের কন্যাসন্তানকে নিয়েই আলাদা ফ্ল্যাটে থাকেন।

ইন্দ্রনীল-বারখার ২০০৬ সালে হিন্দি ধারাবাহিকে কাজের মাধ্যমেই তাদের পরিচিয়। সেখান থেকে বন্ধুত্ব এবং প্রেম, তারপর ২ বছরের মাথাতেই তারা বিয়ে করে নেন। এরপর টলিউডে আলাদাভাবে বেশ কয়েকটি কাজ করেন ইন্দ্রনীল এবং বরখা। তবে টলিউডে তেমন সুবিধা করতে পারেননি অভিনেত্রী। তিনি আবার ফিরে যান হিন্দিতেই। ইন্দ্রনীল টলিউডেই ব্যস্ত হয়ে উঠেন।

গুঞ্জন রয়েছে যে, টলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী ইশা সাহার সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেছিলেন ইন্দ্রনীল। ‘তরুলতার ভূত’ নামে একটি সিনেমায় কাজ করার সময় ইন্দ্রনীলের সঙ্গে ইশার সখ্যতা গড়ে ওঠে। অন্যদিকে বরখাও প্রেমে মজেছেন অভিনেতা-প্রযোজক আশিস শর্মার প্রেমে। কেউ এসব নিয়ে মুখ খুলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান