প্রায় এক যুগ ধরে গানে গানে শ্রোতাদের মাতিয়ে চলেছেন সংগীতশিল্পী কর্ণিয়া। স্টেজ শো, টেলিভিশন লাইভ কিংবা প্লেব্যাকে কাটছে তাঁর ব্যস্ত সময়। এদিকে, কদিন পরই প্রকাশ পেতে চলেছে এই শিল্পীর নতুন গান। শিরোনাম ‘প্রেমে পাগল’।
প্রেমে পড়লে মনের মাঝে যে অনুরণন তৈরি হয়, নতুন গানে তেমনই এক গল্প নিয়ে হাজির হচ্ছেন কর্ণিয়া। বললেন, ‘সচরাচর প্রেমের ক্ষেত্রে যেমনটা দেখা যায়, আমার এ গানের বেলায় তেমনটা নয়। ব্যতিক্রম চিত্র। এখানে একটি ছেলের প্রেমে পড়ে একটি মেয়ে, কিন্তু ছেলেটি কোনাভাবেই তাকে পাত্তা দিচ্ছে না। তখন আসলে যে যন্ত্রণা বা অনুভূতি তৈরি হয়, সেটাই এ গানের কথায় উঠে এসেছে। গানটি মূলত রোমান্টিক। এটি উন্মাদনা ছড়াবে দর্শকের মাঝে।’
জানা গেছে, গানটি গাওয়ার পরিকল্পনা ছিল আরও দুই বছর আগে। সংগীত পরিচালক আদিব কবির যখন এই গানের কথা শুনিয়েছিলেন, তখনই গানটি করবেন বলে ঠিক করেছিলেন কর্ণিয়া। কিন্তু রেকর্ডিংয়ে যাওয়ার পর দ্বৈতকণ্ঠ নিয়ে বাধে সমস্যা। অন্য শিল্পী কোনোভাবেই সময় মেলাতে পারছিলেন না। অবশেষে তাঁর বদলে চূড়ান্ত হন মি. রিজন। গানটিতে তিনি র্যাপ গেয়েছেন।
ভিডিও আকারে আগামী ২৭ সেপ্টেম্বর গানটি উন্মুক্ত হবে কর্ণিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে। এর আগে চমক হিসেবে আজ মুক্তি পাচ্ছে টিজার। জানা গেছে, গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আদিব কবির। ভিডিও পরিচালনা করেছেন রাজ বিশ্বাস শংকর। শুটিং হয়েছে সদরঘাটের আশপাশের এলাকায়। আর এতে মডেল হয়েছেন হামজা খান শায়ান ও টুইঙ্কেল ক্যারল।
কর্ণিয়া বললেন, ‘গানটির শুটিংয়ে সবাই খুব পরিশ্রম করেছেন। ধোঁয়া ও বৃষ্টির বাধ সেধেছিল। কিন্তু সেসবের মধ্যেই শেষ পর্যন্ত শুটিং হয়েছে। আশা করছি, গানটি সবাই পছন্দ করবেন।’
You must be logged in to post a comment.