বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

শ্রুতি-শান্তনুর সম্পর্কে বিচ্ছেদের সুর

বিনোদন ডেস্ক / ৭৩ জন দেখেছেন
আপডেট : এপ্রিল ২৭, ২০২৪
শ্রুতি-শান্তনুর সম্পর্কে বিচ্ছেদের সুর
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ইনস্টাগ্রাম থেকেই প্রথম খবরটি বের হয়। বোঝা যায়, ভালো যাচ্ছে না শ্রুতি হাসান ও ডুডল শিল্পী-চিত্রকর শান্তনু হাজারিকার সম্পর্ক। কারণ ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন তারা।

এই তারকাদের বিচ্ছেদের খবরই সত্য হলো। বিষয়টি নিশ্চিত করে হিন্দুস্থান টাইমস জানাচ্ছে, ‘গত মাসে তাঁদের বিচ্ছেদ হয়। যেহেতু তাঁদের ব্যক্তিগত বহু মতপার্থক্য ছিল, তাই তাঁরা বন্ধুত্বপূর্ণভাবেই একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।’

যদিও এ বিষয়ে পত্রিকাটিতে শ্রুতি হাসান নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেন। তিনি এ বিষয়ে গোপনীয়তাও বজার রাখার অনুরোধ করেন।

সূত্রের খবর, প্রায় এক মাস ধরে আলাদা থাকছেন অভিনেতা ও হাজারিকা। তবে তাঁদের আলাদা হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে যখন তাঁরা ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেন। শ্রুতি তাঁর প্রাক্তন প্রেমিকের সঙ্গে সমস্ত ছবি মুছে ফেলেন। শুধু তাই নয়, সম্প্রতি শ্রুতি সোশ্যাল মিডিয়া থেকে স্বল্প বিরতি নিয়েছিলেন। পরে ফিরে এসে হেঁয়ালিপূর্ণ পোস্টে শ্রুতি হাসান লেখেন, ‘এটা একটা পাগলামি ছিল। নিজের সম্পর্কে এবং মানুষ সম্পর্কে অনেককিছু শিখেছি। আমরা যা হতে পারি বা হওয়া দরকার তার জন্য আমাদের কখনোই দুঃখ পাওয়া উচিত নয়।’

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার হাত ধরেই শ্রুতি হাসান ও শান্তনু হাজারিকার একে অপরের সঙ্গে যোগাযোগ শুরু হয়।

হাসান এবং হাজারিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ শুরু করেছিলেন। এর আগে শ্রুতি জানিয়েছিলেন, তিনি নিজের লেখা একটা কবিতা ডুডল শিল্পী শান্তনুকে পাঠিয়েছিলেন। পরিবর্তে শান্তনু তাঁর শৈল্পিক কাজকর্ম শ্রুতিকে পাঠান। তারপরই তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান