বলিউডের নিউ সেনসেশনাল সারা আলী খান। ক্যারিয়ারের শুরুতেই বাজিমাত করেছেন সাইফ কন্যা। তার সঙ্গে কার্তিক আরিয়ানের প্রেম নিয়ে নানা গুঞ্জন আছে।
সেই গুঞ্জনের সূত্রপাতের সুযোগ সারাই দিয়েছেন। এক অনুষ্ঠানে কার্তিককে নিজের ক্রাশ বলে আখ্যায়িত করেন তিনি। এরপর থেকেই তাদের মেলামেশা করতে দেখা গেছে।
সম্প্রতি নাকি সারা কার্তিকের ব্রেকআপ হয়েছে। তাইতো বিচ্ছেদের পর নিজের সময় উপভোগ করার জন্য শ্রীলংকায় উড়াল দিয়েছেন অভিনেত্রী।
সারা এখন শ্রীলংকায় বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছেন। তবে তিনি একা নন, কাছের বন্ধুদের নিয়ে শ্রীলংকার মনোরম জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।
ফিল্মফেয়ার জানিয়েছে, কার্তিক আরিয়ানের সাথে প্রেমের সম্পর্ক ইতি টানার পর তিনি নিজেকে মানসিকভাবে চাঙ্গা রাখতে শ্রীলংকা ঘুরছেন।
এদিকে সারার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর কার্তিক আরিয়ান এখন ঘনিষ্ঠভাবে মিশছেন অন্যন্যা পাণ্ডের সঙ্গে। যদিও কার্তিকের দাবি, অনন্যা কেবলই তার ভালো বন্ধু। তবে সারার প্রেম নিয়ে এখনও কিছু শোনা যায়নি।
You must be logged in to post a comment.