আম্বানী পরিবারের ছোট ছেলে অনন্ত শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেছেন। পাত্রী দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্ট। রাজনীতি, বিনোদন ও ক্রীড়া অঙ্গনের সকল তারকারা হাজির ছিলেন বিয়ের এই আসরে। সুদূর আমেরিকা থেকে উড়ে এসেছিলেন বলি সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া এবং তার স্বামী নিক জোনাস। সেখানেই ঘটে যায় অনাকাঙ্খিত এক ঘটনা।
সন্ধ্যাার কিছু পরে বর অনন্ত অনুষ্ঠানস্থলে পৌঁছান। সেখানে নেচে গেয়ে তাকে স্বাগত জানায় বলিউডের সব তারকারা। অনন্তর পাশেই নাচছিলেন প্রিয়াঙ্কা ও নিক। তখনই পিছন থেকে এসে নিককে জোর ধাক্কা দিয়ে সরিয়ে দেন অনন্যা পান্ডে। নিককে কনুই দিয়ে ঠেলে সরিয়ে সামনে এসে নাচতে থাকেন অভিনেত্রী। এই অবস্থায় খানিকটা অস্বস্তিতে পড়ে যান নিক। তখন কেউ একজন নিককে হাত ধরে সামনের দিকে নিয়ে আসেন।
এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন অনন্যা। অনেকেই বলছেন অনন্যার ভভ্রতা বোধ পর্যন্ত নেই।
নিককে দেশের জামাই হিসেবে গণ্য করা হয়। শ্বশুরবাড়ি এসে তাঁর এই ‘অবস্থা’ দেখে বেজায় চটেছেন প্রিয়ঙ্কার অনুরাগীরা। তাঁদের দাবি, অনন্যা আতিথেয়তা করতেও জানেন না।
এ দিন অনন্ত-রাধিকার বিয়েতে উপস্থিত ছিলেন, শাহরুখ খান, গৌরী খান, রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, সালমান খান, কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মালহোত্র-সহ বলিউডের প্রায় সমস্ত তারকাই।
You must be logged in to post a comment.