শোবিজ দুনিয়ায় পা রাখলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। সম্প্রতি প্রকাশিত একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। নির্মাণ করেছেন আদনান আল রাজীব। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনচিত্রটি প্রকাশ্যে আসে।
ত্বকের রং ফর্সাকারী ক্রিমের এই বিজ্ঞাপনচিত্র প্রকাশের পর মেহজাবীনও সেটি শেয়ার করে বোনকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘মালাইকা চৌধুরী, তোমার ডেব্যু হলো বিজ্ঞাপনচিত্র দিয়ে। অভিনন্দন রইল।’
মেহজাবীনের ওই পোস্টে ভক্তরাও অভিনন্দন জানাচ্ছেন মালাইকাকে। অনেকেই বলছেন, মালাইকা দেখতে হুবহু মেহাজীবনের মতোই। কেউ দাবি করছেন, দুই বোনকে একসঙ্গে একফ্রেমে দেখার।
প্রসঙ্গত, বছর চারেক আগে মালাইকা চৌধুরীর সঙ্গে বেশ কিছু ছবি প্রকাশ করেন মেহজাবীন। সেই থেকেই চাউর হয়েছিল যে মালাইকাও মিডিয়ায় কাজ করবেন। নেটিজেনদের অনেকে ধারণা করেছিলেন, ছোট পর্দায় নয়, বড় পর্দায়ই অভিষেক ঘটবে তাঁর। তবে তা নয়, বিজ্ঞাপনচিত্র দিয়েই শোবিজে মালাইকার পথচলা শুরু।
You must be logged in to post a comment.