দীর্ঘদিন পর আবারও একসঙ্গে দেখা গেল শাকিব-বুবলীকে। মাঝের তিক্ত সময়, সম্পর্কের দূরত্ব, আলোচনা-সমালোচনাকে পাশ কাটিয়ে এক হলেন তারা। কারণ, আজই প্রথম স্কুলের আঙিনায় পা রেখেছে এই তারকা দম্পতির পুত্রসন্তান শেহজাদ খান বীর। তাই শবনম বুবলী ও শাকিব বেশ আবেগাপ্লুত।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে সেই মুহূর্তের বেশকিছু ছবি শেয়ার করে বুবলী লিখেছেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালবাসা এবং মায়ার, কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজানের স্কুলের প্রথম দিন… এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ! অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে! সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।’
প্রসঙ্গত, ২০২০ সালের ২১ মার্চ বুবলীর কোলজুড়ে আসে শেহজাদ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে জন্ম হয় শেহজাদের।
You must be logged in to post a comment.