শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

শেষ হলো মাসুদ রানাকে নিয়ে নির্মিত সিনেমার শুটিং

ফোরাম প্রতিবেদক / ৩৮৯ জন দেখেছেন
আপডেট : জুলাই ১, ২০২২
শেষ হলো মাসুদ রানাকে নিয়ে নির্মিত সিনেমার শুটিং
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা নিয়ে সিনেমা বানানোর ঘোষণা এসেছিল অনেক আগেই। এই নিয়ে হয়েছিল অনেক জল্পনাও। অবশেষে সম্পন্ন হলো সিনেমার শুটিং। মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ উপন্যাস থেকে ‘এমআরনাইন’ নামে সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড পরিচালক আসিফ আকবর। সিনেমায় মাসুদ রানার ভূমিকায় অভিনয় করেছেন এবিএম সুমন।

সিনেমাটির জন্য গত তিন বছর ধরে নিজেকে প্রস্তুত করছিলেন এবিএম সুমন। তিনি বলেন, ’২৯ তারিখে ছবিটির শুটিং শেষ করেছি। আমেরিকা ও বাংলাদেশে হয়েছে ছবিটির শুটিং। সর্বশেষ আমরা রায়ের বাজারের বধ্যভূমিতে শুটিং করেছি। শুটিং শেষে গতকাল হলিউডের টিম চলে গেছে।’

‘এমআরনাইন’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা, আসিফ আকবর, আবদুল আজিজ ও বিউ ক্লার্ক। গত ১৪ মে আমেরিকায় শুরু হয় ছবিটির শুটিং। প্রায় ২০/২২ দিনের শুটিং শেষে গত মাসে এমআরনাইন টিম আসে বাংলাদেশে। হলিউড টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ ছিল বলে জানায় এবিএম সুমন। জাজ মাল্টিমিডিয়ার সাথে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে হলিউডের অ্যাভেইল এন্টারটেইনমেন্ট। সিনেমাটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান