বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন

শেষ হচ্ছে সেলেনা গোমেজের সংগীত ক্যারিয়ার!

বিনোদন ডেস্ক / ৫৪ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ৩, ২০২৪
শেষ হচ্ছে সেলেনা গোমেজের সংগীত ক্যারিয়ার!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

গান ও অভিনয়ে তো আছেনই, আছেন ব্যক্তিগত ব্যবসাতেও। আর সে কারণে এবার সংগীত ক্যারিয়ার ইতি টানার ঘোষণা দিলেন সংগীত-অভিনয়শিল্পী সেলেনা গোমেজ।

করোনা মহামারির সময় এ তারকা ‌‘রেয়ার বিউটি’ নামের কসমেটিক লাইন চালু করেছিলেন। সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে তিনি জানান, ক্যারিয়ারের আরো ফোকাসড থাকতে চান। এ কারণেই সংগীতজীবনটা ইতি টানতে যাচ্ছেন।

সেলেনা সেখানে জানান, তার পরবর্তী অ্যালবামই হবে শেষ অ্যালবাম। এই তরকার ভাষ্য, ‘আমি বুঝতে পারছি, যদি একাধিক অ্যালবাম করতে যাই, তাহলে আমার অভিনয়কে বিদায় জানাতে হবে। কিন্তু অ্যাক্টিংটা করতে চাই। আমি অভিনেত্রীই হতে চেয়েছি, পুরাদস্তুর গায়িকা নয়। সংগীত আমাকে প্রচুর আনন্দ ও ভালোলাগা দিয়েছে। গান যখন গেয়েছি, তখনও প্রচুর টিভি শো করেছি। সংগীতের ভালোলাগার কারণে দুটোই চালিয়েছি। কিন্তু এখন সময়টা অনেক পার হয়ে গেছে।’

সেলেনা জেসন বেইটম্যানের উপস্থাপনায় পডকাস্টটিতে অংশ নেন। জানান, তাকে এখন অভিনয়েই দেখা যাবে। সংগীত নিয়ে তার আর কোনো ভাবনা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান