আমেরিকার পর্দা কাঁপানো অভিনেতা টম ক্রুজ যখন সিনেমায় আসেন, তখন তাঁর পকেটে ছিলো মাত্র ৫০০ ডলার । ব্যাংক অ্যাকাউন্ট ছিলোনা । বর্তমানে তাঁর অর্থের পরিমাণ কমবেশি ৬০০ মিলিয়ন ডলার । এই চমক দেয়া অভিনেতার ক্রাশ ছিলো হলিউড লিজেন্ড ইনগ্রিড বার্গম্যান । এমনকি হলিউডে তাঁর প্রথম বন্ধু ছিলেন বয়সে সিনিয়র পল নিউম্যান । আকারেও তিনি তাঁর চেয়ে লম্বা মেয়ে পছন্দ করতেন । মাঝারি গড়নের টম ক্রুজের প্রেমিকারা প্রত্যেকে তাঁর চেয়ে লম্বা ছিলো ।
অত্যন্ত সাহসী এই অভিনেতা তাঁর মিশন : ইমপসিবল এর অনেক খন্ডে নিজেই স্টান্টম্যানের কাজ করেছেন । চলন্ত প্লেনের সাইডে ঝুলে থাকা বা দম বন্ধ করে পানির নিচে থাকার মতো সাহসী কাজ ছিলো তার কাছে মুড়ি মুড়কি । একটি ফিল্মে প্রায় ৬ মিনিট পানির নিচে দম বন্ধ করে পারফর্ম করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন টম ক্রুজ ।
রে ব্যানের মতো বড় সানগ্লাস কোম্পানিকে একবার ধ্বসের হাত থেকে বাঁচিয়ে দেন তিনি । ১৯৮০ দশকে যখন কোম্পানিটি চরম ক্ষতির মুখোমুখি , তখন ‘ টপ গান ‘ মুভিতে ‘ রে ব্যান সানগ্লাস ‘ পরে তিনি কোম্পানিকে লাভের মুখ দেখিয়ে দেন ।
টাফ ম্যান টম ক্রুজ ব্যাক্তি জীবনেও ছিলেন হিরো । লন্ডনে প্রতিবেশী এক নারীর কোটি টাকার গহনা ছিনতাইয়ের সময় নিজেই পিস্তল হাতে বেরিয়ে যান । ফায়ার করতে করতে উদ্ধার করেন গহনাসহ মহিলাকে ।
আশ্চর্যজনক হলেও বর্ণাঢ্য ক্যারিয়ারের এই অভিনেতা কখনো অস্কার জিতেননি । তবে ২০০৫ সালে এমটিভি তাদের সর্বোচ্চ পুরস্কার ‘এমটিভি মুভি অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মানিত করে এই মহান অভিনেতাকে ।
You must be logged in to post a comment.