অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। স্কটল্যান্ডে ‘বড় মিয়া ছোট মিয়া’ সিনেমার শুটিং করতে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছেন অভিনেতা।
শুক্রবার (২৪শে মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অক্ষয়। সেখানে কোনো স্টান্ট ছাড়া শট দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
বর্তমানে ডান হাঁটুতে ব্রেস পরে আছেন নায়ক। আঘাত পাওয়ার পর শুটিং কিছুক্ষণ বন্ধ রাখা হয়েছিল। কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও সেটে ফেরেন বলিউড তারকা।
আলী আব্বাস জাফর পরিচালিত অ্যাকশন ধরানার এ সিনেমার প্রথম লটের দৃশ্যধারণ হয়েছে মুম্বাইয়ে। এতে অক্ষয়-টাইগার ছাড়াও আরও অভিনয় করেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা, পৃথ্বিরাজ ও মানশি চিল্লার প্রমুখ।
You must be logged in to post a comment.