শুটিং করতে গিয়ে আহত হয়েছেন এমি জয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। ক্রোয়েশিয়ায় ঐতিহাসিক ছবি ‘লি’র শুটিং করতে গিয়ে আহত হন তিনি। দ্য ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে ‘টাইটানিক’ খ্যাত এই নায়িকাকে।
জানা গেছে, ‘লি’ ছবির শুটের সময় পা পিছলে পড়ে আহত হন তিনি। শরীরের কয়েকটি জায়গায় আঘাতপ্রাপ্ত হন। হাসপাতালে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, আঘাত অতটা গুরুতর নয়। এখন তাকে বিশ্রামে থাকতে হবে।
গগন সাকিবের কষ্টে বাঁচি কষ্টে মরি (ভিডিও)
কেট উইন্সলেটের প্রতিনিধি জানিয়েছেন, কেট এখন বিশ্রামে আছেন। আশা করছি খুব শিগগিরই শুটিংয়ে ফিরে আসতে পারবেন। এদিকে, কেট উইন্সলেটকে এবার দেখা যাবে অবতার ছবির সিক্যুয়েলে। তার ‘লি’ ছবিটিও মুক্তি পাবে আগামী বছরের শুরুতে।
You must be logged in to post a comment.