বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন

শুটিংয়ে মিথিলা, ছবি পোস্ট করলেন জিতু

বিনোদন প্রতিবেদক / ৫৩ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ২৯, ২০২৪
শুটিংয়ে মিথিলা, ছবি পোস্ট করলেন জিতু
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ফেলুদা, ব্যোমকেশ, একেনবাবু, দীপক চ্যাটার্জির পর টলিউডে এবার নতুন গোয়েন্দা অরণ্য। তাঁকে ‘অ্যাকসিডেন্টাল ডিটেকটটিভ’ বলতে চাইলেও খুব একটা ভুল বলা হবে না। ডাক্তারি পড়া আর ক্রিকেট খেলাই তাঁর ধ্যানজ্ঞান। কিন্তু ঘটনাচক্রেই শুরু করেন গোয়েন্দাগিরি। ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নামের এই ছবিতেই অভিনয় করছেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। আর গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন জিতু কমল। সিনেমাটি নির্মাণ করছেন দুলাল দে। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন তিনি।

এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করলেন ‌‘অপরাজিত’খ্যাত অভিনেতা জিতু। সঙ্গে রয়েছেন সায়ন ঘোষ। আর সেলফিটি তুলছেন মিথিলা। ক্যাপশনে জিতু লিখেছেন, ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’।

সিনেমাটিতে মিথিলাকে দেখা যাবে নার্সের ভূমিকায়। তাঁকে বেছে নেওয়ার কারণ হিসেবে নির্মাতা দুলাল দের ভাষ্য, ‘মিথিলা ছাড়া অন্য কারও মধ্যে এ চরিত্রটিকে খুঁজে পাইনি। তাই অন্য কারও সঙ্গে চরিত্রটি নিয়ে আলাপও করিনি।’

সিনেমাটিতে গোয়েন্দা অরণ্যর (জিতু) জামাইবাবু সুদর্শনের চরিত্রে দেখা যাবে শিলাজিৎ মজুমদারকে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুহোত্র মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সায়ন ঘোষ, লোকনাথ দে প্রমুখ।

জানা যায়, অরণ্যর প্রাচীন প্রবাদ সিনেমাটি একটি সিরিজ সিনেমা হতে চলেছে। অর্থাৎ এই চরিত্র একবারই পর্দায় আসবে এমনটা নয়। অন্যান্য গোয়েন্দা চরিত্রের মতো এই চরিত্রকেও কেন্দ্র করে বহু গল্প লেখা হবে। অরণ্যের কাণ্ডকারখানার কথা লিপিবদ্ধ করবেন সুদর্শন হালদার। তিনি আদতে অরণ্যের জামাইবাবু। অর্থাৎ ফেলুদার কথা যেমন তোপসে, অজিত যেমন ব্যোমকেশের গল্প লেখে তেমনই। অরণ্য কোন অভিযানে যাবে, কী কী করবে সেগুলো আগে লিখে বই আকারে প্রকাশ পাবে তারপর সেখান থেকে অরণ্য গোয়েন্দার একটার পর একটা ছবি আসবে। এটা নিয়ে ফ্র্যাঞ্চাইজি করবেন বলে আগেই ঠিক করে রেখেছিলেন পরিচালক দুলাল দে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান