ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। সোশ্যালে মাঝে মাঝে সেসব কাজের ব্যাপারে জানানও দিয়ে থাকেন। সম্প্রতি শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেত্রী। এ কারণে শুটিংয়ের মাঝপথেই ঢাকায় ফিরেছেন নায়িকা।
গত ১৬ জানুয়ারি ‘মেঘ কন্যা’ সিনেমার শুটিং শুরু হয় বরিশালের উলানিয়া দ্বীপ অঞ্চলে। সেখানে শুটিংয়ের সময় বুকে ব্যথা, মাথা ব্যথা ও কাশি হয়। পরে বরিশাল শহরে ফিরে চিকিৎসকের পরামর্শ নিয়ে ঢাকায় ফিরে আসেন। এরপর হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন নিউমোনিয়ায় আক্রান্ত এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ববি তার অসুস্থতার কথা জানিয়ে বলেন, ‘আমার কাজিন বোন আমাকে দেখতে এসেছে এবং সে ছবি তোলার জন্য জোর করেছে। সাধারণত আমি অসুস্থ হলে কখনোই ছবি তুলি না বা আপলোড করা পছন্দ করি না। তবে এখন আমি সত্যিই দুঃখবোধ করছি।’
তিনি আরও বলেন, ‘আমি আমার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করতে চাই—আমার জন্য সবাই দোয়া করবেন। গত এক সপ্তাহ ধরে মোটেও ভালো নেই আমি। এ কারণে কারো ফোন রিসিভ করতে পারছি না। সুস্থ হওয়ার পরে শিগগিরই দেখা হবে, ইনশাআল্লাহ।’
এদিকে অভিনেত্রী একটি সংবাদমাধ্যমকে বলেছেন, জ্বর, কাশি ও মাথাব্যথা দেখা দিলে শুটিং বাদ রেখে বরিশাল শহরে গিয়ে ডাক্তার দেখাই আমি। ধুলাবালি বা বাতাসে একদম থাকা যাবে না বলে পরামর্শ দেন চিকিৎসক। ঢাকায়ও ফেরার পরামর্শ দেন। পরে পরিচালকের সঙ্গে কথা বলে ঢাকায় চলে আসি গত ২১ জানুয়ারি।
‘বিজলী’ নায়িকা আরও জানিয়েছেন, ঢাকায় ফিরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর নিউমোনিয়া ধরা পড়ে। তারপর থেকে বিশ্রামে রয়েছেন। মাঝে মাঝে নেবুলাইজার ব্যবহার করতে হচ্ছে বলেও জানিয়েছেন ববি।
You must be logged in to post a comment.