বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

শিল্পী আবদুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট

ফোরাম প্রতিবেদক / ৪১৪ জন দেখেছেন
আপডেট : জুলাই ২৮, ২০২২
শিল্পী আবদুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট
Abdul-Al;im
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

উপমহাদেশের প্রখ্যাত লোক সঙ্গীত শিল্পী আব্দুল আলীমের ৯১তম জন্মবার্ষিকী আজ। দিনটি স্মরণে বাংলাদেশ ডাক অধিদপ্তর একটি স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেছে। এই উপলক্ষ‌্যে একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়।

বুধবার (২৭ জুলাই) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার দপ্তরে এ বিষয়ে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট ও ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন। এছাড়া ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড উদ্বোধন করেন। মন্ত্রী এ সংক্রান্ত একটি সীলমোহর ব্যবহার করেন। পরে মন্ত্রী এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে মন্ত্রী বলেন, বাংলা লোকগানের উজ্জ্বল নক্ষত্র ছিলেন শিল্পী আবদুল আলীম। তার কণ্ঠের মাধুর্যে লোকসংগীত পৌঁছে গেছে অন্য এক উচ্চতায়। তার গানে জীবন, জগৎ ও ভাববাদী চিন্তা একাকার হয়ে যায়। পেশাগত জীবনে তিনি ছিলেন ঢাকা সংগীত কলেজের লোকগীতি বিভাগের অধ্যাপক।

শিল্পী আবদুল আলীমে কৈশোরেই গায়ক হিসেবে নাম করেছিলেন উল্লেখ করে মন্ত্রী বলেন, মাত্র ১৩ বছর বয়সে তার গানের প্রথম রেকর্ড প্রকাশিত হয়। মন্ত্রী মরমী শিল্পি আবদুল আলীমের জীবনের বর্ণাঢ‌্য বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেশভাগের পরে আবদুল আলীম ঢাকায় চলে আসেন এবং রেডিওতে স্টাফ আর্টিস্ট হিসেবে গান গাইতে শুরু করেন। টেলিভিশন সেন্টার চালু হলে সেখানেও তিনি সংগীত পরিবেশন শুরু করেন।

পল্লীগীতি, ভাটিয়ালি, দেহতত্ত্ব, মুর্শিদী, ইসলামী আর এসব গানের শিল্পী হিসেবে আজও তিনি অপ্রতিদ্বন্দ্বী। কণ্ঠস্বরের অসাধারণ ঐশ্বর্য নিয়ে তিনি জন্মেছিলেন।

উল্লেখ্য, বাংলা গানের এই কিংবদন্তি শিল্পী ১৯৩১ সালের ২৭শে জুলাই পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর কালজয়ী এ শিল্পী ৪৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান