টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। পর্দায় কিংবা ঘর-সংসারে সব জায়গাতেই সুপারহিট তিনি। আর ফ্যাশন সেন্সের কারণে সব সময় ভক্ত-অনুরাগীদের চর্চাতেই থাকেন। এবার সবুজ শিফন শাড়িতে তাক লাগালেন এই ফ্যাশন গার্ল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে শাড়ি-ব্লাউজ পরিহিত কয়েকটি ছবি পোস্ট করেছেন শুভশ্রী। পরনে সরু স্ট্র্যাপের ব্লাউজ ও পাতলা শাড়িতে একদম বোল্ড লুকে দেখা দিয়েছেন। খোলা চুল আর মায়াবী হাসিতে ঝলমল করছেন টালি পরিচালক রাজের পরিণীতা।
টালি নায়িকা ক্লোদিং ব্র্যান্ডের শাড়িতে কিলার পোজ দিয়েছেন। শিফন শাড়ি ড্রেপ করে মাত্র তিনটি ছবি পোস্ট করেছেন সোশ্যালে। শাড়িতে সুন্দর মুকেশ কাজ করা হয়েছে। যা শাড়িতে একটা ব্লিং এফেক্ট যোগ করেছে। আর শুভাকাঙ্ক্ষীরাও প্রশংসা করছেন তাদের প্রিয় তারকার।
অভিনেত্রীর শাড়ির পাশাপাশি স্ট্র্যাপ স্লিভ ও ডিপ নেকলাইনের ব্লাউজও ফুটে উঠেছে। জানা গেছে ক্লোদিং ব্র্যান্ডের মুকেশ ওয়ার্ক করা এই শিফন শাড়ির দাম ৮ হাজার ১০০ রুপি।
You must be logged in to post a comment.