সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের সাথে সংহতি জেমসের

বিনোদন প্রতিবেদক / ৩৯ জন দেখেছেন
আপডেট : আগস্ট ৩, ২০২৪
শিক্ষার্থীদের সাথে সংহতি জেমসের
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

কনসার্টের বাইরে খুব বেশি দেখা যায় না নগরবাউল জেমসকে। নিজের মত করেই জীবন কাটান তিনি। কোনোকিছুর আগেও থাকেন না পিছেও থাকেন না এই তারকা। তবে এবার তার কথা শোনা গেল শিক্ষার্থীদের পক্ষে।

দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করলেন জেমস। দেশের অন্যান্য তারকাদের সাথে একসাথ হলেন জেমসও। শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে ফেসবুক প্রোফাইল ছবি ও কভারে লাল রঙ দিয়েছিলেন বেশিরভাগ কোটা সংস্কার আন্দোলনের সমর্থকরা। অনেক তারকারাও এতে যুক্ত হয়েছিলেন। সেই তালিকায় আছেন জেমসও।

বৃহস্পতিবার (১ আগস্ট) লাল রঙের মাঝখানে বাংলাদেশের মানচিত্রের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন জেমস। তার এই পোস্টের নিচে কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে শিল্পীর প্রশংসা করতে দেখা গেছে। কেউ আবার তুলেছেন নতুন আবদার। ছাত্র আন্দোলন নিয়ে জেমসের কাছে গান চান কেউ কেউ।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৩টায় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে সংগীতশিল্পীরা সবাই মিলিত হবেন রবীন্দ্রসরোবরে ( ধানমণ্ডি ৮/এ)। গানে গানে শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করবেন শিল্পীরা। শুধু তাই নয় যারা ঢাকার বাইরে আছেন তারাও আন্দোলনে সংহতি জানাবেন। নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান