বলিউডের অন্যতম আইকনিক রোমান্টিক কমেডি ‘ককটেল’ (২০১২) ফিরছে সিক্যুয়েল নিয়ে। প্রযোজক দীনেশ ভিজান ও ছবি নির্মাতা লাভ রঞ্জন এবার ‘ককটেল’কে ফ্র্যাঞ্চাইজিকে জমাটি রূপ দিতে চলেছেন, যেখানে থাকছেন নতুন মুখ—শাহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশ্মিকা মন্দানা। জানা গেছে, ২০২৫ সালের আগস্টে শুরু হবে শুটিং, আর ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে।
সূত্রের খবর, ‘ককটেল ২’-এর শুটিং হবে ভারতে ও ইউরোপের একাধিক বিদেশি লোকেশনে। শ্যুটিংয়ের পরিকল্পনা ইতিমধ্যেই প্রায় চূড়ান্ত। ছবির মূল ত্রয়ী—শাহিদ, কৃতি ও রাশ্মিকা—তাঁদের বর্তমান প্রজেক্ট শেষ করেই যুক্ত হবেন এই ছবির সেটে। এর মধ্যে শাহিদ কাপুর শেষ করবেন বিশাল ভরদ্বাজের ‘আর্জুন উস্তারা’ (ওরফে ‘ইভিল’), কৃতি স্যানন থাকবেন আনন্দ এল রাইয়ের ‘তেরে ইশ্ক মে’-র শুটে আর রশ্মিকা শেষ করবেন আয়ুষ্মান খুরানার সঙ্গে করা ‘থামা’ ছবির কাজ।
‘ককটেল ২’ পরিচালনা করছেন প্রথম পর্বেরই পরিচালক হোমি আদাজানিয়া। আগের ছবিতে দীনেশ ভিজান সহযোগী ছিলেন ইমতিয়াজ আলির সঙ্গে। এবার তাঁর সঙ্গী হিসেবে এসেছেন লভ রঞ্জন। উল্লেখ্য, ‘ককটেল ২’-এর চিত্রনাট্য লিখেছেন লভ নিজেই। হালকা মেজাজ, হাস্যরস, আবেগ আর রোম্যান্সের মিশেলে চিত্রনাট্যে থাকছে সেই চেনা ‘লভ রঞ্জন টাচ’—যা দর্শকদের এক নতুন অভিজ্ঞতার দিশা দেখাবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
ছবিটির সঙ্গীত নিয়েও চলছে জোরদার পরিকল্পনা। ‘ককটেল’ (২০১২)-এর অসাধারণ মিউজিক অ্যালবাম এখনও শ্রোতাদের মনে গেঁথে রয়েছে—‘তুম হি হো বান্ধু’ বা ‘দারু দেশি’র মতো ট্র্যাক আজও জনপ্রিয়। সেই ধারাবাহিকতায় এবারও শক্তিশালী ও জনপ্রিয় সাউন্ডট্র্যাক তৈরি করার লক্ষ্য রয়েছে নির্মাতাদের।
‘ককটেল’ (২০১২)-এ সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টির অভিনয় দর্শকদের মন ছুঁয়েছিল। ছবিটি যেমন বক্স অফিসে সফল হয়েছিল, তেমনই তা বলিউডের রম-কম ঘরানার অন্যতম মাইলস্টোন হিসেবে প্রতিষ্ঠিত হয়। আর ঠিক সেই কারণেই, নতুন ‘ককটেল ২’ নিয়ে দর্শকদের প্রত্যাশাও আকাশচুম্বী। এই মুহূর্তে ছবির বাকি সহ-অভিনেতাদের জন্য কাস্টিং চলছে। জানা গেছে, থাকবে একটি বড় অনসম্বল কাস্ট।
শেষ কথা—‘ককটেল ২’ শুধু এক রোমান্টিক গল্প নয়, এটি বলিউডের ফ্র্যাঞ্চাইজ-চালিত ধারায় এক গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে। পুরনো চেনা ফ্লেভারে থাকছে নতুন মশলা, নতুন মুখ আর নতুন ছন্দ।
You must be logged in to post a comment.