শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:০১ অপরাহ্ন

শাহরুখ-সালমানকে আলিয়ার টক্কর

বিনোদন ডেস্ক / ২২ জন দেখেছেন
আপডেট : জুলাই ৮, ২০২৪
শাহরুখ-সালমানকে আলিয়ার টক্কর
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বলিউড অভিষেকের শুরুটা সফল হলেও বিতর্ক পিছু ছাড়েনি আলিয়া ভাটের। তার দোষ, তিনি নামকরা প্রযোজক মহেশ ভাটের মেয়ে। নিন্দুকের বারবার এটা প্রমাণের চেষ্টা করেছেন যে, স্বজনপ্রীতির কারণে অভিনয়ে সুযোগ পেয়েছেন।

কিন্তু আলিয়া তাদের সেসব কথায় কখনও কর্ণপাত করেননি। বরং কাজের মাধ্যমে সকল সমালোচনার জবাব দিচ্ছেন। ফলে তিনি এখন বি-টাউনের শীর্ষ নায়িকাদের একজন।

সেই ধারাবাহিকতায় আলিয়া এবার শাহরুখ-সালমানদের টক্কর দেবেন। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে প্রবেশ করলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।

ছবির নাম—আলফা। ইনস্টাগ্রামে এর একটি মোশন পোস্টার প্রকাশ করেছেন আলিয়া। ক্যাপশনে লিখেছেন, এখন আলফা মেয়েদের সময়। এতে দুর্দান্ত অ্যাকশন করতে দেখা যাবে আলিয়াকে। মোশন পোস্টারে ভয়েজ ওভার শুনে তেমনটাই আন্দাজ করা যাচ্ছে।

নির্মাতারা জানিয়েছেন, ইতোমধ্যেই ছবিটির শুটিং শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করছেন শিব রাওয়েল। যিনি এর আগে ‘দ্য রেলওয়ে ম্যান’ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন।

জানা গেছে, ছবিতে ‘সুপার সোলজার’র ভূমিকায় অভিনয় করবেন আলিয়া। থাকছে প্রচুর অ্যাকশন দৃশ্য। যেসব দৃশ্য ধারণ করা হবে মুম্বাই ও ইংল্যান্ডে। এছাড়াও শোনা যাচ্ছে যে, এতে প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করতে পারেন অনিল কাপুর।

শাহরুখ-সালমানদের নিয়ে তৈরি যশরাজের পুরুষতান্ত্রিক স্পাই ইউনিভার্সে এবার আলিয়া ভাট কতটা বাজিমাত করতে পারেন সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান