‘পাঠান’–ঝড়ে কাঁপছে ভারত। চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরেই শাহরুখের ছবিটি রেকর্ডের পর রেকর্ড গড়ছে। ‘পাঠান’-এর প্রশংসায় পঞ্চমুখ বলিউড, শাহরুখকে জানাচ্ছেন তারকারা। তবে বরাবরই ভিন্ন পথে হাঁটেন কঙ্গনা। টুইটারে ফিরেই শাহরুখকে কটাক্ষ করে বললেন, ‘দশ বছরে প্রথম সফল ছবি।’
বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ২০২১ সালে আজীবনের জন্য টুইটার থেকে নিষিদ্ধ হয়েছিলেন কঙ্গনা। কিন্তু দুই বছর না যেতেই এই বলিউড নায়িকার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। টুইটার অ্যাকাউন্ট ফিরে পেয়েই আবারও বিতর্কে জড়ালেন অভিনেত্রী। ‘পাঠান’ নিয়ে মন্তব্য করে শাহরুখ ভক্তদের রোষানলে পড়েছেন তিনি।’
টুইটারে ফিরেই কঙ্গনা মন্তব্য করেন, ‘বক্স অফিসে কত আয় হল তা দিয়ে ছবির গুণাগুণ বিচার হচ্ছে।’ এই মন্তব্য যে কঙ্গনা ‘পাঠান’ নিয়েই করেছেন, তা বুঝতে বাকি নেই শাহরুখ ভক্তদের।
এরপর এক ভক্ত কঙ্গনাকে মনে করিয়ে দেন, তার ‘ধকড়’ বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। প্রথম দিনে আয় করেছিল মাত্র ৫৫ লাখ রূপি। আর ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ১০০ কোটি রুপির বেশি।
তাৎক্ষনিক উত্তরে কঙ্গনা বলেন, ‘ধকড় ঐতিহাসিক ফ্লপ ছিল। আমি কি অস্বীকার করেছি? এই ছবিও গত দশ বছরে শাহরুখের প্রথম সফল ছবি। তার থেকেই অনুপ্রেরণা পাই। আমি আশা করি আমরাও একই রকম সুযোগ পাব যা দেশ তাকে দিয়েছে। এত কিছুর পরেও ভারত মহান।’
যারা দাবি করছেন ‘পাঠান’ ঘৃণাকে হারিয়ে দিয়ে ভালবাসা পেয়েছে, কঙ্গনা তাদের উদ্দেশে প্রশ্ন তোলেন, ‘কার ঘৃণা আর কার ভালোবাসা?’ অভিনেত্রীর মতে, ভারতের দর্শকরা টিকেট কেটে সিনেমা দেখছেন, যাদের ৮০ শতাংশই হিন্দু। অর্থাৎ দেশ এখনও ধর্ম সহিষ্ণুই আছে।
অভিনেত্রী আরও বলেন, ‘আমি বিশ্বাস করি ভারতীয় মুসলিমরা দেশপ্রেমী, আফগানের পাঠানদের মতো নয়। তাই ভারত কখনও আফগানিস্তান হবে না। পাঠান-এর মূল চরিত্রও ভারতীয় মুসলিম। চিত্রনাট্য তাই বলছে।’
তবে শেষে কঙ্গনা স্বীকার করে নেন যে ‘পাঠান’ বক্স অফিসে ভালো করছে এবং বলিউডের এই দুঃসময়ে এমন কাজ আরও হওয়া প্রয়োজন। সূত্র: পিঙ্কভিলা
You must be logged in to post a comment.