মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন

শাহরুখ খানকে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক / ২৪ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ৭, ২০২৪
পুরস্কারের খরা কেটেছে শাহরুখ খানের
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বলিউডে একের পর এক তারকা পাচ্ছেন হত্যার হুমকি। এবার এ তালিকায় যুক্ত হয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। সম্প্রতি ৫৯-এ পা দিলেন বলিউডের বাদশাহ। নিরাপত্তার কারণে গত দশ বছরে এই প্রথম জন্মদিনে মান্নাতে ভক্তদের দেখা দেননি শাহরুখ। এমনকি দাঁড়াতে দেওয়া হয়নি অনুরাগীদের। তারপর দিন পাঁচেক কাটতে না কাটতেই ফোনে হুমকি পেলেন অভিনেতা।

হিন্দুস্তান টাইমস বলছে, মুম্বাই পুলিশের ল্যান্ডলাইনে এই হুমকি দেয়া হয়েছে। বলা হয় ৫০ লাখ রুপি না দিলে হত্যা করা হবে কিং খানকে।

ঘটনার পরই মুম্বাই পুলিশ একটি মামলা দায়ের করেছে। ফোন নম্বরের সূত্র ধরে হুমকি দেয়া ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ। ছত্তীসগঢ় পৌঁছে পুলিশ জানতে পারে ফায়জান খান নামের যে ব্যক্তির ফোন থেকে হুমকি আসে তিনি পেশায় উকিল। গত ২ নভেম্বর ফোন হারিয়ে যাওয়ায় থানায় লিখিত অভিযোগও দায়ের করেন ফায়জান।

পুলিশের জিজ্ঞাসাবাদে ফায়জান বলেন, আমার ফোন চুরি হয়েছে ২ নভেম্বর। সেখান থেকে অন্য কেউ এই হুমকি পাঠিয়েছে।

এ দিকে শাহরুখের কাছে যে হুমকি ফোন গিয়েছে, সেখানে প্রায় ৫০ লক্ষ টাকা দাবি করা হয়। সেই অর্থ দিলে তবেই নাকি ছাড় পাবেন বাদশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান