শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

শাহরুখের ২৪ ঘণ্টার সঙ্গী এই পুরুষ!

বিনোদন ডেস্ক / ৩৮ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ১৪, ২০২৫
শাহরুখের ২৪ ঘণ্টার সঙ্গী এই পুরুষ!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বলিউডের বাদশা শাহরুখ খান। গোটা বিশ্ব জুড়ে তাঁর ভক্ত সংখ্যা অগুন্তি। ফলে ফিল্মের সেটই হোক, কিংবা জনসমক্ষে কোথাও তিনি উপস্থিত হলে ভক্তদের ভিড় জমে যায় তাঁকে একঝলক দেখার জন্য। আর ভক্তদের এহেন উন্মাদনা সামলানো সত্যিই মুশকিল! আর সেই কাজটাই অক্লান্ত ভাবে করে চলেছেন প্রখ্যাত সিকিউরিটি কনসালট্যান্ট ইউসুফ ইব্রাহিম। যিনি আলিয়া ভাট থেকে শুরু করে বরুণ ধওয়ানের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি শাহরুখ খানকে নিয়ে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন তিনি।

সিদ্ধার্থ কন্ননের সঙ্গে এক সাক্ষাৎকারে কয়েক বছর আগের ঘটনার স্মৃতিচারণ করেছেন ইউসুফ ইব্রাহিম। আসলে সেই সময় আইপিএল মরশুম চলাকালীন আজমেঢ় শরিফ দরগাহ দর্শনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলিউড বাদশা।

ইউসুফের কথায়, “আইপিএল-এর সময় শাহরুখ স্যার আজমেঢ় শরিফ দরগাহ-য় যেতে চেয়েছিলেন। আমরা সেখানে পৌঁছেছিলেন। আর যেদিনটা আমরা বেছে নিয়েছিলাম, সেটা ভুল ছিল। আসলে দিনটা ছিল শুক্রবার। সময়টাও ছিল ভুল। ঠিক দুপুর ১২টা ৩০ মিনিট। নমাজের সময় ছিল সেটা। আর শুক্রবার ওই সময়ে গেলে সেখানে ১০ থেকে ১৫ হাজার মানুষের জমায়েত দেখা যাবে।”

ফলে শাহরুখের আসার খবর চাউর হতেই নিমেষের মধ্যে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সেই বিশৃঙ্খলার বর্ণনা দিয়ে ইউসুফ বলেন যে, “আমরা যখন সেখানে গিয়েছিলাম, তখন গোটা আজমেঢ় শহরের মানুষ জেনে গিয়েছিলেন যে, দরগাহ-য় আসছেন শাহরুখ। এত মানুষ জড়ো হয়েছিলেন যে, আমরা শুধুই দাঁড়িয়েছিলাম, আমাদের হাঁটতে পর্যন্ত হয়নি। আর সেই ভিড়ই আমাদের ধাক্কা দিয়ে ঠেলে দরগাহ-য় পৌঁছে দিয়েছিল। আর একই ভাবে ধাক্কা মেরে ঠেলেঠুলে গাড়িতে এনে বসিয়ে দিয়েছিল সেই ভিড়।”

মারাত্মক ভিড় সামলাতে পুলিশকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছিল। তবে এই সময়টায় একেবারে শান্ত ছিলেন কিং খান। তাঁর প্রশংসা করে ইউসুফ বলেন যে, “সে এক নিদারুণ অভিজ্ঞতা ছিল। মানুষের ভিড় হটাতে লাঠিচার্জ করতে বাধ্য হয়েছিল পুলিশ। প্রচুর উন্মাদনা ছিল। আমার জন্য তো সারা জীবনের এক অভিজ্ঞতা ছিল। আর এই সমস্ত কিছু যখন ঘটছিল, তখন তিনি একেবারেই শান্ত ছিলেন। কারণ তিনি জানতেন যে, এটা কারও ভুল নয় – না কর্মীদের, না ভক্তদের। এটা শুধুই তাঁর ভক্তদের উন্মাদনা। তাই প্রত্যেকেই জানেন যে, এমনটা ঘটে। তিনি সব সময় শান্ত এবং সুন্দর মেজাজেই থাকেন।”

শাহরুখের আরও একটি স্মৃতি ভাগ করে নিলেন ইউসুফ। জানালেন, তাঁর মনে কিং খানের জন্য রয়েছে বিশেষ স্থান। স্মৃতিচারণ করে ইউসুফ বলেন, “আমার মা-বাবার সঙ্গে যখন দেখা হয়েছিল, তখন শাহরুখ স্যার বলেছিলেন, ওই খুবই পরিশ্রমী ছেলে। আর আমার জন্য অনেক করে। আর তাঁর এই কথাটা আমার জন্য সব কিছু। আমার মা-বাবাও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। আসলে শাহরুখ খান তাঁদের ছেলের প্রশংসা করছেন, এটা তো অনেক বড় ব্যাপার।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান