জন্মসূত্রে তিনি বাঙালি। তবে বড় হয়েছেন দিল্লিতে। সেই হিসাবে প্রবাসী বাঙালি তকমাটাই উপযুক্ত তার জন্য। নাম তার সঞ্জীতা ভট্টাচার্য। আরেকটু নির্দিষ্ট করলে ময়মনসিংহের মেয়ে সঞ্জীতা। তার বাবা কলকাতার ও মা ময়মনসিংহের।
শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে ময়মনসিংহের মেয়ে সঞ্জীতার। যদিও তিনি জন্মসূত্রে বাঙালি, তবে বড় হয়েছেন দিল্লিতে। তবে নিজেকে প্রবাসী বাঙালি হিসেবেই পরিচয় দিতে পছন্দ করেন সঞ্জীতা।
‘ফিলস লাইক ইশক’ ও ‘দ্য ব্রোকেন নিউজ’-এর ছোট ছোট কিছু চরিত্রের পর এবার বড় পর্দায় দেখা যাবে সঞ্জীতা। এ নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই তার। তাছাড়া শাহরুখের সঙ্গে কাজ করেছেন, এ নিয়েও তার মধ্যে চলছে উন্মাদনা। শুধু অভিনয়ই নয়, গায়িকা হিসেবেও আছে তার সুখ্যাতি।
আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমার বেশ কিছু বন্ধু আছে যারা বাঙালি কিন্তু এক ফোঁটা বাংলা বলতে পারে না। আমি আসলে প্রবাসী বাঙালি ঠিকই। তবে আমার বাবা কলকাতার, আর মা ময়মনসিংহের। তাই বাঙাল-ঘটি মিলিয়ে বাংলার চলটাই আমাদের বাড়িতে বেশি।’
তার বাবার নাম সঞ্জয় ভট্টাচার্য। পরিবার প্রসঙ্গে এই নায়িকা-গায়িকা বলেন, ‘আমার বাবা এক জন চিত্রশিল্পী। বাবারও খেলাধুলোর দিকে খুব একটা ঝোঁক নেই। তাই ইস্টবেঙ্গল-মোহনবাগান নিয়ে খুব একটা মাতামাতি আমাদের বাড়িতে হয় না।’
আর শাহরুখের সঙ্গে কাজ করা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত এ তারকা। এ বিষয়ে তার ভাষ্য, ‘সত্যি বলতে, আমি এখনও পুরো বিষয়টা বিশ্বাসই হচ্ছে না। এখনও প্রসেস করছি। প্রায় দু’বছর ধরে আমরা কাজ করছি ‘জওয়ান’-এ। আর কিছু দিন পরেই ছবিটা মুক্তিও পাবে। এ বার আস্তে আস্তে বুঝতে পারছি এই উত্তেজনাটা। আমার মনে হয়, যখন ছবিটা মুক্তি পাবে আর আমি দেখব নিজেকে পর্দায়— তখন বোধ হয় উপলব্ধি করতে পারব যে, স্বপ্ন সত্যি হয়েছে।’
আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘জাওয়ান’। এটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। শাহরুখ, সঞ্জীতা ছাড়াও আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়মণি প্রমুখ। বিশেষ চরিত্রে রয়েছেন দীপিকা পাডুকোন। সিনেমাটি প্রযোজনা করেছেন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
You must be logged in to post a comment.