শাহরুখ খানের জন্মদিনে আসছে ‘পাঠান’ এর নতুন টিজার। আগামী ২রা নভেম্বর বলিউড কিং এর ৫৭তম জন্মদিনটা বিশেষ করে তোলার আয়োজনে ‘পাঠান’ প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের টিম এই সিদ্ধান্ত নিয়েছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই অ্যাকশন ছবির ফার্স্ট লুক পোস্টারগুলো দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।
‘পাঠান’ এ শাহরুখ এর সাথে আরো আছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন। টিজারে দেখা যায় জন ও দীপিকা দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেয় নামহীন, ধর্ম-জাতিহীন ‘পাঠান’ এর সাথে যার একমাত্র লক্ষ্য তার দেশ ইন্ডিয়াকে রক্ষা করা। এ সিনেমায় গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে কিং খানকে। গত ২রা মার্চ প্রকাশিত টিজারে শাহরুখের মুখ স্পষ্ট দেখা না গেলেও পরবর্তী টিজার বা ট্রেইলারে সামনে আসবে শাহরুখ এমনটাই আশা দর্শকের।
আগামী বছর ২০২৩ এ ( ২৫শে জানুয়ারি) ‘পাঠান’ নিয়ে বড় পর্দায় ফিরবেন শাহরুখ খান। দীর্ঘ চার বছর পর ‘জিরো’ (২০১৮) সিনেমার ব্যর্থতা পার করে ‘পাঠান’ নিয়ে ফিরছেন বলিউড কিং।
You must be logged in to post a comment.