সুপারস্টার শাকিব খানও স্বীকার করলেন সন্তানের কথা। বুবলীর ফেসবুক স্ট্যাটাসের পর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সন্তানের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। দুপুর ১২টার দিকে বুবলী প্রথমে পোস্ট দেন। এর ১৯ মিনিটের মাথায় ভেরিফায়েড পেজে পোস্ট দেন শাকিবও। তিনিও পোস্ট করেছেন ছেলেকে কোলে নিয়ে বসে থাকার সেই ছবি। তবে বিয়ে কবে হয়েছে বা সন্তানের জন্মের তারিখ নিয়ে এই তারকা জুটির কেউই কোনো তথ্য দেননি।
বাচ্চা আমার, কিন্তু অপুর সাথে আমার বিয়েই হয়নি: শাকিব খান
শুক্রবার নিজের ফেসবুক স্ট্যাটাসে শাকিব খান লিখেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।
বুবলী-অপুর পর শাকিবের জালে কোন নায়িকা !
শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।
You must be logged in to post a comment.